শুক্রবার, ১৫ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ঢাকা ওয়াসার বিল সংগ্রহে ৪র্থ বারের মতো ১ম স্থান অর্জন করলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড

প্রকাশঃ

ঢাকা ওয়াসার বিল সংগ্রহকারী ৩৪টি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ বিল সংগ্রহ করে ২০২১-২২ অর্থ-বছরে ১ম স্থান অর্জন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ঢাকা ওয়াসার বিল সংগ্রহে এটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরপর ৪র্থ বারের মতো ১ম স্থান অর্জন। এ উপলক্ষে ১৬ মার্চ ২০২৩ তারিখে প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় আয়োজিত ঢাকা ওয়াসা বিল কালেকশন এ্যাওয়ার্ড শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম, এম.পি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলীর নিকট পুরস্কারের সনদ ও ক্রেস্ট হস্তান্তর করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ জনাব মোহাম্মাদ মুসলিম চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব মুহাম্মাদ ইব্রাহিম, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাকসিম এ খান। উল্লেখ্য যে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যেকোন শাখা-উপশাখায় ও মোবাইল এ্যাপস ‘এফএসআইবিএল ক্লাউড’- এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ঢাকা ওয়াসার বিল জমা দেয়া যায়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ