তৃতীয় দফায় ঢাকা ছেড়েছেন আরও ৩৪০ জন কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দা। রোববার কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরেন্টোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তারা। ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনের সহযোগিতায় এ নিয়ে ৭৬০ জন ঢাকা থেকে কানাডা গেলেন। ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বেনোয়েট প্রিফন্টেইন এক বার্তায় জানিয়েছেন, কাতার এয়ারওয়েজের একটি বিশেষ বিমানে তারা ঢাকা ছেড়ে যান।
ঢাকা ছাড়লেন আরও ৩৪০ কানাডার নাগরিক
