সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন কমছে, ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষা হবে না

প্রকাশঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আসন সংখ্যা কমানোর সুপারিশের পাশাপাশি ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা না নেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির আসন সংখ্যা পুনঃনির্ধারণ বিষয়ে সাধারণ ভর্তি কমিটির এক বিশেষ সভা নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে জানানো হয়, আগামী শিক্ষাবর্ষ থেকে প্রায় ১ হাজার ৪০টি আসন কমানোর সুপারিশ করেছে সাধারণ ভর্তি কমিটির সদস্যরা। এছাড়া ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা না নিতে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সাধারণ ভর্তি কমিটির এই বিশেষ সভায় গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ডিন্স কমিটির বিশেষ সভার সুপারিশসমূহ পর্যালোচনা করা হয় এবং ভর্তির যৌক্তিক আসন সংখ্যা নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণীত হয়। এই সুপারিশ অনুমোদনের জন্য পরবর্তী একাডেমিক কাউন্সিলের সভায় পেশ করা হবে।

শিক্ষার গুণগত মান উন্নয়ন ও যথোপযুক্ত দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা ও সামর্থ্য এবং জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা বিবেচনায় নিয়ে এসব সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

পূর্ব সিদ্ধান্ত মোতাবেক সভায় আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে শুধুমাত্র ৪টি ইউনিটের (ক,খ,গ, চ) অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিষয়ে আলোচনা করা হয়।

ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ইউনিট পরিবর্তনের নীতিমালা প্রণয়নের জন্য ডিনস সাব কমিটিকে দায়িত্ব দেওয়া হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ