সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

দিনাজপুরের বীরগঞ্জে এক্সিম ব্যাংকের ১৩৪তম শাখার উদ্বোধন

প্রকাশঃ

অব্যাহত অগ্রগতির ধারাবাহিকতায় দিনাজপুরের বীরগঞ্জে এক্সিম ব্যাংকের ১৩৪তম শাখার উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি (নভেম্বর ১১, ২০২১) বীরগঞ্জ শাখায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া বলেন, এক্সিম ব্যাংক দেশের অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করতে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন এক্সিম ব্যাংক দেশের সকল এলাকাকে সমানভারে গুরুত্ব দিয়ে থাকে, এরই ধারাবাহিকতায় দিনাজপুরের বীরগঞ্জে ব্যাংকের এই শাখা আজ উদ্বোধন করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁরা এই এলাকায় এক্সিম ব্যাংকের শাখা উদ্বোধন করায় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই শাখার মাধ্যমে অত্র এলাকার জনগণ এক্সিম ব্যাংকের আন্তরিক সেবা পাবে বলে আশা প্রকাশ করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ