রবিবার, ২৯শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন মেসি!

প্রকাশঃ

গত শনিবার রাতে চিলির বিপক্ষে জিতে তৃতীয় স্থান অর্জন করেই কোপা আমেরিকার থেকে বিদায় নিতে হয়ে মেসির আর্জেন্টিনাকে। কিন্তু এই ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লিওনেল মেসি।

জয় পেলেও শেষ পর্যন্ত কোপা আমেরিকার খেলা নিয়ে ‘দুর্নীতির’ অভিযোগ তোলেন মেসি। তিনি বলেন, ব্রাজিলকে শিরোপা জেতাতেই কোপা আমেরিকার আয়োজকরা দুর্নীতি করছে। এজন্যই শাস্তি হতে পারে আর্জেন্টিনার এই তারকা খেলোয়াড়ের। নিষিদ্ধ হতে পারেন দুই বছরের জন্য।

ফক্স স্পোর্টসের প্রতিবেদন বলা হয়েছে, বিস্ফোরক মন্তব্যের কারণে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন, কনমেবলের নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ফুটবল থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন মেসি। এতে করে ২০২০ সালে ঘরের মাঠে কোপা আমেরিকা খেলা এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপের বাছাইপর্ব মিস করতে পারেন আর্জেন্টাইন এই খেলোয়াড়।

চিলির সঙ্গে ম্যাচ শেষে ক্ষিপ্ত মেসি বলেছিলেন, ‘আমি মনে করি লাল কার্ড আমি ডিজার্ভ করি না, আমরা অনেক ভালো খেলাই খেলেছি। আমরা এগিয়েও ছিলাম। কিন্তু কিছুদিন আগেই (ব্রাজিলের ম্যাচের পর) বলেছিলাম এখানে ব্যাপক দুর্নীতি হচ্ছে। তারা (ব্রাজিল) চায়নি আমরা ফাইনালে খেলি, যেখানে আমরা আরও ভালো কিছুর জন্য প্রস্তুত ছিলাম।’

সবকিছু ব্রাজিলের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে-এমন অভিযোগ করে মেসি আরও বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই, সবকিছুই ব্রাজিলের জন্য নির্ধারণ করে রাখা হয়েছে। আমি এই দুর্নীতির অংশ হতে চাই না এবং আমাদের হওয়া উচিতও না। আমি মনে করি, রেফারি অতিরিক্তই করেছে। আমাদের জন্য হলুদ কার্ডই যথেষ্ট ছিল।’

চিলির বিপক্ষে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় লাল কার্ডটি দেখেন মেসি। এর আগে ২০০৫ সালে নিজের অভিষেক ম্যাচেই প্রথম লাল কার্ড দেখেছিলেন মেসি।

প্রসঙ্গত, এবারের কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। বাংলাদেশ সময় গতকাল রোববার রাত দুইটায় খেলাটি শুরু হয়। গ্যাব্রিয়েল জেসুসের দুর্দান্ত পারফরমেন্সে পেরুর সঙ্গে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

CompTIA N10-006 Practice Exam With Accurate Answers

You six thousand dollars to earn ten thousand, one six six, six thousand six hundred thirty six, CompTIA Network+ that is, a thousand to earn one thousand six hundred, I lent you a thousand, you earned, How much does it cost me a little Baby girl mouth Jiao Jiao Road, sister, ah, our sisters talk about this on the water, leave, and what are the affection. Can not learn Jinwazi them, it is a wobbling home, then CompTIA N10-006 Practice Exam count as a home Lastly, he warned his wife seriously that CompTIA Network+ N10-006 you should always remember hardships and think of the days when fake Hong Kong bosses bought your factories. Our older people only used CompTIA N10-006 Practice Exam to know the group as a bad thing.For example, the anti Party clique of Gao Rao and the counterrevolution of Hu Feng group. Rui Qin screamed, she seemed to understand everything, her husband N10-006 Practice Exam CompTIA N10-006 Practice Exam is the murderer killed his father. There are eleven two were removed from the disadvantaged groups without face to mood show. The city has CompTIA N10-006 Practice Exam four such N10-006 Practice Exam outcomes as Huaxin.Although they all have a government background, only one year after the government raised funds, the government discovered it a year later.

N10-006 Practice Exam Blocked back. It seems CompTIA Network+ that I am still CompTIA N10-006 Practice Exam a child and can t lift such a big suitcase. I haven t seen this book for many years. I am not angry. Why, because of those who are homeless Zoe N10-006 Practice Exam asked. She sees the younger brother s bed with greasy work clothes, and CompTIA N10-006 Practice Exam Ye Green picks up her clothes and CompTIA Network+ N10-006 CompTIA N10-006 Practice Exam sighs. He whispered a few words Yang Jinxi in his mouth, remembered, and shouted at the old man who was sitting in front of the diagonally opposite house, CompTIA N10-006 Practice Exam who was peeling broad beans Someone is looking for you.

He only returned to God CompTIA Network+ for a long time and said, It s so beautiful, it s CompTIA N10-006 Practice Exam so beautiful. At this moment, he seems to be no longer a N10-006 Practice Exam boss, but just can CompTIA Network+ N10-006 Practice Exam not bear to see The elders who suffer from juniors, or a friend who is a bystander. Take the CompTIA N10-006 Practice Exam clothes, take a CompTIA Network+ N10-006 few books, and go.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ