রবিবার, ২২শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

দুদিন বিরতি দিয়ে আবারও আসছে ৪৮ ঘণ্টার অবরোধ

প্রকাশঃ

দুদিন বিরতি দিয়ে আগামী রোববার (১২ নভেম্বর) থেকে ফের দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ আসছে। এটি হবে চতুর্থ দফার অবরোধ কর্মসূচি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে বিএনপি এবং দলটির যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটগুলোর পৃথকভাবে এ কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।

এ তথ্য জানিয়েছে বিএনপির একটি সূত্র। সূত্রটি বলছে, চতুর্থ দফায় অবরোধের বিকল্প হিসেবে হরতালের কর্মসূচি নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত অবরোধের সিদ্ধান্ত নেন বিএনপির হাইকমান্ড।

এদিকে বিএনপির তৃতীয় দফার অবরোধ কর্মসূচি আগামীকাল শুক্রবার ভোর ৬টায় শেষ হচ্ছে।

এর আগে গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেফতার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি।

হরতালের পর বিএনপি ও সমমনা দলগুলো ৭২ ঘণ্টার অবরোধের ঘোষণা দেয়। এরপর ৩ ও ৪ নভেম্বর বিরতি দিয়ে দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দেওয়া হয়। সেই অবরোধ শেষ হলে ৭ নভেম্বর বিরতি দিয়ে ৮ নভেম্বর থেকে আরও ৪৮ ঘণ্টা টানা অবরোধ পালনের ঘোষণা দেয় বিএনপি।

যদিও এসব অবরোধে বিএনপির দায়িত্বশীল নেতাদের অংশগ্রহণ তেমন চোখে পড়েনি। এর কারণ হিসেবে বলা হচ্ছে, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের একটি অংশ কারাগারে, আরেক অংশ গ্রেফতার এড়াতে আত্মগোপনে। এ অবস্থায় হাতেগোনা কয়েকজন নেতাকর্মী হরতাল-অবরোধের সমর্থনে কোথাও কোথাও ঝটিকা বিক্ষোভ মিছিলের চেষ্টা করেন।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ