শনিবার, ১১ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

দুবাইয়ে আটকে পড়া ১৫৩ জন বাংলাদেশি ফিরলেন

প্রকাশঃ

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে কারফিউ ও লকডাউনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৫৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার (০৮ জুলাই) ভোর সাড়ে ৪টার কে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দুবাইতে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমান বাহিনীর কল্যাণ ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোায়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।

যে ১৫৩ বাংলাদেশি দুবাই থেকে ফিরেছে তাদের প্রত্যেকেই কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছেন।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক রুটে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ রয়েছে। এরইমধ্যে সরকারের বিশেষ উদ্যোগে বিভিন্ন দেশে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

এদিকে দুবাই থেকে এ নিয়ে তৃতীয় ধাপে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স। গেল ৩ মাসে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ এশিয়ার বিভিন্ন দেশে আটকা পড়া কয়েক হাজার বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ