সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

দেশের অন্যতম সেরা ব্যাংকের স্বীকৃতি পেল এক্সিম ব্যাংক

প্রকাশঃ

এক্সিম ব্যাংকে সেরা টেকসই আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়ার কাছে এ স্বীকৃতির সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান ও আবু ফারাহ মোঃ নাছের, নির্বাহী পরিচালক নুরুন নাহার, পরিচালক খোন্দকার মোরশেদ মিল্লাত এবং এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেনসহ বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

উল্লেখ্য টেকসই অর্থায়ন, সবুজ প্রকল্পে অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম এবং কোর ব্যাংকিং কার্যক্রমে টেকসই সক্ষমতা-এই চারটি সূচকের ওপর ভিত্তি করে বাংলাদেশ ব্যাংক এক্সিম ব্যাংকে এই স¤œাননা প্রদান করে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ