সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

দেশে টিকা নিবন্ধন করেছেন ৪৭ লাখ ৭০ হাজার মানুষ

প্রকাশঃ

দেশে এ পর্যন্ত ৪৭ লাখ ৭০ হাজার ৯৫৩ জন করোনা টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ জন মানুষ টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহণকারীদের মধ্যে ২২ লাখ ৯৪ হাজার ৬৯ জন পুরুষ এবং ১২ লাখ ৮৭ হাজার ১০০ জন নারী রয়েছেন।

বৃহস্পতিবার (৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১ লাখ ২১ হাজার ১০ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৭২ হাজার ৮০০ এবং নারী ৪৮ হাজার ২১০ জন। এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১১ লাখ ১২ হাজার ৩৫ জন।

এরমধ্যে ঢাকা মহানগরীতে ৫ লাখ ৪৩ হাজার ৬১৬, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৫১ হাজার ৫৮৪, চট্টগ্রাম বিভাগে ৭ লাখ ৬৯ হাজার ১৫৩, রাজশাহী বিভাগে ৩ লাখ ৮৯ হাজার ৩১৬, রংপুর বিভাগে ৩ লাখ ২৭ হাজার ৩২৬, খুলনা বিভাগে ৪ লাখ ৫৫ হাজার ৩৯৭, বরিশাল বিভাগে ১ লাখ ৬৫ হাজার ১৮৯ এবং সিলেট বিভাগে ২ লাখ ১১ হাজার ১৬৯ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ