সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

নতুন আর্থিক প্রতিষ্ঠানের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশঃ

ব্যাংক বহির্ভূত আরও একটি নতুন আর্থিক প্রতিষ্ঠানের অনুমোদন পেল। স্ট্র্যাটেজিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্ট নামের নতুন এই আর্থিক প্রতিষ্ঠানের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রবিবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ঐ প্রতিষ্ঠানটি অনুমোদনের নীতিগত সিদ্ধান্ত হয়। প্রতিষ্ঠানটির প্রস্তাবিত চেয়ারম্যান আঞ্জুমান আরা শহীদ। যিনি পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের স্ত্রী।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘পর্ষদ যাচাই বাছাই করে অনুমোদনের নীতিগত সিদ্ধান্ত দিয়েছে।’ গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে পর্ষদের সভায় বেশির ভাগ পরিচালক উপস্থিত ছিলেন।

বর্তমানে দেশ ব্যাংক বহির্ভূত ৩৪টি আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম চালাচ্ছে। অবসায়ন প্রক্রিয়ায় রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। কার্যক্রমে থাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানিও (বিআইএফসি) আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না। এ পরিস্থিতিতে আরেকটি আর্থিক প্রতিষ্ঠান অনুমোদন পেল।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ