মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

নতুন ঠিকানায় এক্সিম ব্যাংকের গুলশান মহিলা শাখা ’এক্সিম শুভ সকাল’

প্রকাশঃ

আধুনিক ও সময়োপযোগী গ্রাহক সেবা পৌঁছে দিতে এক্সিম ব্যাংকের মহিলা শাখা ’এক্সিম শুভ সকাল’ নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। আজ ২৬ ডিসেম্বর, ২০২২ সোমবার গুলশান-২ এর ১০২ ও ১০৩ রোড এর নতুন ঠিকানায় অনুষ্ঠিত শাখা স্থানান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ্ মোঃ আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দীন ভুঁইয়া ও মাকসুদা খানম এবং ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধান ও ব্যাংকের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ মইদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এক্সিম ব্যাংক নারী উদ্যোক্তা সৃষ্টিতে বিশেষ অবদান রেখে আসছে এবং সব সময়ই আমরা গ্রাহকদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে থাকি। একারণেই রাজধানীর অভিজাত এলাকার এই বিশেষায়িত শাখা স্থানান্তর করা হয়েছে ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ