সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

নতুন সিনেমা ‘নোনা জলের কাব্য’ মুক্তি পেলো

প্রকাশঃ

নতুন সিনেমা ‘নোনা জলের কাব্য’ আজ শুক্রবার (২৬ নভেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। জেলেদের জীবনযাত্রা নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘নোনা জলের কাব্য’।

পটুয়াখালীর প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলের জেলেদের জীবনযাত্রা নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তিতাস জিয়া, তাসনোভা তামান্না, শতাব্দী ওয়াদুদসহ অনেকে। সিনেমাটির আবহসংগীত পরিচালনা করেছেন অর্ণব।

‘নোনা জলের কাব্য’ দর্শকরা উপভোগ করতে পারবেন স্টার সিনেপ্লেক্স (পান্থপথ বসুন্ধরা সিটি, মহাখালী এসকেএস টাওয়ার, ধানমণ্ডি সীমান্ত সম্ভার, মিরপুর সনি স্কয়ার), ব্লকবাস্টার সিনেমাস (ফিউচার পার্ক), সিনেমাস্কোপ (নারায়ণগঞ্জ), সিলভারস্ক্রিন (চট্টগ্রাম)-এ। এছাড়া চট্টগ্রামের সুগন্ধা সিনেমা এবং বগুড়ার মধুবন প্রেক্ষাগৃহেও সিনেমাটি প্রদর্শিত হবে।

এর আগে লন্ডন, বুসান, গুটেনবার্গ, সাও পাওলো, তুরিন, সিয়াটল, সিঙ্গাপুরসহ বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে ‘নোনাজলের কাব্য’। পাশাপাশি জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে কপ ২৬-এ প্রদর্শিত হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ