শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

নবায়ন না করায় ১২৪ প্রতিষ্ঠানের ভিওআইপি লাইসেন্স বাতিল

প্রকাশঃ

ভিওআইপি সেবাদাতা (ভিএসপি) ১২৪টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে সেগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সরকারের বকেয়া পাওনা পরিশোধ না করা এবং যথাসময়ে নবায়নের আবেদন না করায় এগুলোর লাইসেন্স বাতিল করা হয়েছে।

বিটিআরসি বলছে, এগুলোর মধ্যে ১০৬টি প্রতিষ্ঠান সরকারের বকেয়া পাওনা পরিশোধ ও যথাসময়ে নবায়ন করেনি এবং ১৮টি প্রতিষ্ঠান যথাসময়ে আবেদন করেনি। বৈধতা না থাকায় প্রতিষ্ঠানগুলোর সব প্রকাশ কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।

এক মাসের মধ্যে সরকারের সব বকেয়া পাওনা পরিশোধ না করলে এগুলোর বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছে সংস্থাটি।

বিটিআরসি তথ্য অনুযায়ী, ১২৪টির লাইসেন্স বাতিল করার পর এখন বৈধ ভিএসপির সংখ্যা দাঁড়াল ৬৪৯টিতে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ