সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

নরসিংদীতে অগ্রণী ব্যাংকের রায়পুরা বাজার শাখা উদ্বোধন

প্রকাশঃ

ব্যাংকিং সেবা আরও সম্প্রসারিত করার লক্ষ্যে নরসিংদীর রায়পুরা উপজেলায় অগ্রণী ব্যাংক পিএলসি. এর রায়পুরা বাজার শাখা নামে ব্যাংকের ৯৭৫তম নতুন একটি শাখা উদ্বোধন করা হয়েছে। ২৭ জানুয়ারি ২০২৪ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই শাখাটি উদ্বোধন করেনৃ নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর।

এসময় বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, রায়পুরা পৌরসভার মেয়র মো. জামাল মোল্লা প্রমুখ। অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত গ্রাহকগণ ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে রায়পুরা বাজারে নতুন শাখা স্থাপন করায় অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ