শুক্রবার, ১০ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

না ফেরার দেশে চলে গেলেন বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী

প্রকাশঃ

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী না ফেরার দেশে চলে গেছেন। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে সিঙ্গাপুর নেয়ার দুই দিন পর সুবীর নন্দীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও পরে অবনতি হতে থাকে। সিঙ্গাপুরে চিকিৎসা চলাকালীন পরপর তিনবার হৃদরোগে আক্রান্ত হন তিনি।

গত রোববার সুবীর নন্দীর শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন হয়ে ওঠে। শনিবার ও রোববার পরপর দুইদিন হার্ট অ্যাটাক হয় তার। হার্টে চারটা ব্লক ছিল। রোববার সকালে চারটা রিং পরানো হয়েছে।

ঢাকা ও সিঙ্গাপুরে টানা ১৮ দিন হাসপাতালের বিছানায় নিথর হয়ে পড়েছিলেন নন্দিত এ গায়ক। অবশেষে গত ৩ মে চোখ মেলেন ও মেয়ে ফাল্গুনীকে দেখে কাঁদেন। চিকিৎসকরা আশার আলো দেখতে পেয়েছিলেন। প্রিয় শিল্পীর সুস্থ হয়ে ওঠার সংবাদে খুশি হয়েছিলেন ভক্তরাও। এমন স্বস্তির খবরের কয়েক ঘণ্টার মধ্যেই ৪ মে ও ৫ মে দুই দফা হার্ট অ্যাটাক হয় সুবীর নন্দীর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য গত ৩০ এপ্রিল ঢাকার সিএমএইচ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় একুশে পদকপ্রাপ্ত এই সঙ্গীতশিল্পীকে। এর আগে ১৬ দিন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

গত ১২ এপ্রিল পরিবারের সবাইকে নিয়ে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে এক অনুষ্ঠানে যান সুবীর নন্দী। পরে ১৪ এপ্রিল ট্রেনে ঢাকায় আসার জন্য বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে আসেন তারা। এ সময় ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানে একজন চিকিৎসক থাকায় তার পরামর্শে সুবীর নন্দীকে নিয়ে পরিবারের সদস্যরা ঢাকার বিমানবন্দর স্টেশনে নেমে যান। পরে রাত ১১টার দিকে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছেন সুবীর নন্দী।

নন্দিত কণ্ঠশিল্পী সুবীর নন্দী ৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। ১৯৮১ সালে তার প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ ডিসকো রেকর্ডিংয়ের ব্যানারে বাজারে আসে। তবে চলচ্চিত্রে তিনি প্রথম গান করেন ১৯৭৬ সালে আব্দুস সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রে।

চলচ্চিত্রে প্লেব্যাক করে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। আর চলতি বছরে সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার সুবীর নন্দীকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেছে।

Experts Revised HRCI SPHR Study Guide Book On Sale

The little girl started to sing along with the tender melody of melody.An unfinished, Mu Guiying seems to have not seen Shuaiyin, Liu Heng will march into stride, to Tseng Kuo fan salute You adults, your old inviting people arrived, waiting outside Zeng Guofan Li Ba made so disgusting, Li Bao knowing, whispered to the old man who pulled Erhu said My elders to do business, you The Professional in Human Resources (SPHR) always go to other rooms to go. Wen Qing and Spring temporary stiff there.Zeng Guofan returned to the line House, immediately after the grass on SPHR Study Guide Book the article, Dongping County, Shandong Province is the six prefectures countless leaves of the law, when asked to slow cut off, cross the eight hundred miles Expressway worship. The three are all the immediate HRCI Certifications SPHR priorities.The thieves too numerous, misconduct too much two, begging the emperor to encyclical provinces, strict supervision and governors, thinking so more Zhang. At this http://www.passexamcert.com HRCI SPHR Study Guide Book time, Chen Gongyuan said Let me say it.Let s see if the situation goes away. big general Bing Yamen, there is no division where into Wen HRCI SPHR Study Guide Book Liang said here has been painful. Where is your grown ups, you are the old Shuji Ji expired bulk Museum, the Department of the Ministry have to be introduced sooner or later.

The face HRCI SPHR Study Guide Book with tears and edema is mixed with sweat, dust and dirt. During the day, many of his HRCI SPHR Study Guide Book habits have changed. On the day of July 7 , it was a cold day, and the wind caught the lingering rain, mixing the yin and the sun. But I can t do it. When HRCI SPHR Study Guide Book she The Professional in Human Resources (SPHR) left the office SPHR Study Guide Book every day, she couldn t help thinking HRCI Certifications SPHR SPHR Study Guide Book about what he was doing at the moment.

HRCI Certifications SPHR So to die, compared to show, but also to die, died injustice, died justified.She unsinkable home wandering to the parents home, a wow to go HRCI SPHR Study Guide Book to the door, Ma ah earth shattering cry, curled up on the sofa in the shoulder twitch stop. She said simply told the north, let him come four group years, SPHR Study Guide Book but was his father s stop. The ticking on the warehouse shelves, there is a leak on the roof.Rain will speed up the corrosion process of parts, not to mention acid rain. At the beginning, Xiuer said two sentences in trilogy, and later, due to the expansion HRCI SPHR Study Guide Book of power and money, he had completely perverted and knew that it was useless and that he was silent. She also said she dragged heart disease, high blood pressure and stomach diseases and other diseases of the body, for SPHR Study Guide Book good men and The Professional in Human Resources (SPHR) women who tried their best to death and later, the handbag in the preparation of several pills tablets in urgent need of that night myocardial infarction attack, pillow sprinkle Full of all kinds of drugs, wait until after the maid sent her to the hospital, has been unable to return to the dead. The tree trunk is almost emaciated, yet its vitality is maintained.It persistently strives to expand its living space to the sky and lushes its roof over the lush Branches and leaves.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ