বুধবার, ৮ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ন্যাশনাল ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের দুটি উপশাখার উদ্বোধন

প্রকাশঃ

সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো ন্যাশনাল ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের দুটি উপশাখা। উপশাখা দুটি হলো- রাঙ্গামাটি শাখার অধীনে ‘বনরূপা’ ও আগ্রাবাদ শাখার অধীনে ‘বন্দরটিলা’। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৃথক পৃথক ভাবে উপশাখা দুটির উদ্বোধন করেন ব্যাংকের চট্টগ্রামের আঞ্চলিক প্রধান ও এসভিপি প্রবীর কুমার ভৌমিক।

গত ২৪ ডিসেম্বর, ২০২৩ ‘বনরূপা’ উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সদস্য হাজী মো. মুসা মাতব্বর, রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের পরিচালক ও উপজেলা পরিষদের সাবেক সদস্য মো. মনিরুজ্জামান মহসিন রানা, রাঙ্গামাটি শাখার ব্যবস্থাপক ও এভিপি মো. সাইফুল করিম, বনরূপা উপশাখার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
এছাড়া ২৬ ডিসেম্বর, ২০২৩ ‘বন্দরটিলা’ উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, সাওদান মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হোসেন আহমেদ, মেরিন ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী ফয়সাল আল আসাদুজ্জামান, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমীন ফারুক সুলতানা, ব্যাংকের আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক ও ভিপি এটিএম এমদাদুল হক, বন্দরটিলা উপশাখার ইনচার্জ মো. আবদুর রহমান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান দুটিতে আগত অতিথিরা স্থানীয় বাসিন্দারা এখন তাদের সন্নিকটেই ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ