শুক্রবার, ১০ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

পাঁচ দফা দাবিতে সাভারে পোশাক শ্রমিকদের মানববন্ধন

প্রকাশঃ

গতকাল আন্তজার্তিক নারী দিবসে সাভারে ধ্বসে পড়া রানা প্লাজার সামনে পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে তৈরী পোশাক নারী শ্রমিকরা। দাবিগুলো হলো: এক: কর্ম ক্ষেত্রে নারী শ্রমিকদের প্রতি বৈষম্য দূরীকর, দুই: মাতৃ কল্যাণ ছুটি ছয় মাস, তিন: নারীদের প্রতি সহিংসতা ধর্ষণ নির্যাতন বন্ধ  করতে হবে, চার: সাভারের রাজাসন এলাকার সিগনেচার ইন স্টিচ অ্যাপারেলস এর বন্ধ কারখানা চালু এবং পাঁচ: ২৭০ জন শ্রমিকের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানান তারা।

এর আগে সকাল ১০ টায় বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের উদ্যোগে নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালীটি  সাভার মজিদপুর মহল্লার ফেডারেশন চত্বর হইতে আরিচা মহাসড়ক হয়ে রানা প্লাজার সামনে এসে শেষ হয়।

বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সুমাইয়া ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন, শ্রমিক নেতা ইসমাইল হোসেন ঠান্ডু, রতন হোসেন মোতালেব, রুবিনা আহমেদ, খাদিজা আক্তার, সিগনেচার গার্মেন্টসের শ্রমিক হালিমা বেগম প্রমুখ।

সভাপতির বক্তব্যে সুমাইয়া ইসলাম বলেন, ১৮৫৭ সালে নারীদের ট্রেড ইউনিয়ন, নারী শ্রমিকদের কর্মক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, নির্যাতন, ধর্ষণ, মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করণের জোড় দাবী জানান। বর্তমানে সরকারী শ্রমিক কর্মচারী নারীদের ৬ মাসের ছুটি থাকলেও বেসরকারী খাতে ১১২ দিনের ছুটি প্রদান করা হয়।

বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, সাভারের সিগনেচার ইন স্টিচ এ্যাপারেলস কারখানা কর্তৃপক্ষ গত ২০ শে ফেব্রুয়ারী শ্রমিকদের চার মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করেই হঠাৎ করে কারখানা বন্ধ করে দেয়। এর ফলে ওই কারখানর ২৭০ জন শ্রমিক নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন ভাতা না পেয়ে মানবেতার জীবন যাপন করছে। এবিষয়ে কলকারখানা পরিদপ্তর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার, সাভার থানাকে অবগত করে প্রয়োজনীণ ব্যবস্থা গ্রহণ করার জন্য স্বরকলিপি প্রদান করা হয়েছে। তাই অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধে ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের কাছে জোর দাবী জানান।

Download Latest RedHat EX300 PDF Download Online Store

It seemed to be Red Hat Certified Engineer (RHCE) very sad. I didn EX300 PDF Download t know why I was crying. The taste of the RedHat EX300 PDF Download bath soap is really not RedHat EX300 PDF Download very good. Her hands were smashed into RHCE certification EX300 fists for a while and then released. I can t compare EX300 PDF Download with her. He once again felt the kind of attraction she had radiated.

The unemployment rate reached 12. Back RedHat EX300 PDF Download to the department, the air was very dull, my colleagues RHCE certification EX300 looked at me with strange eyes. He looked EX300 PDF Download EX300 PDF Download for the stone in memory in Red Hat Certified Engineer (RHCE) these stones and felt The blue stone in the middle is like the one I RedHat EX300 PDF Download was sitting on.

Changsheng s eyes were gathered together. Da Zhi touched the hand of the old man. After graduating from high school, she helped her parents take care of the affairs of the factory. She calmly and indifferently Red Hat Certified Engineer (RHCE) noticed the changes in her body. Ning An still did not turn RedHat EX300 PDF Download his head, RHCE certification EX300 only EX300 PDF Download said EX300 PDF Download All passed, according to the idea of the first days after I was punished, I wanted to use a knife or this iron to smash you, but now I don RedHat EX300 PDF Download t want to Yes, that person advised me to forgive you. RedHat EX300 PDF Download He is very hesitant in this matter.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ