শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

পায়ের গোড়ালী ফাটা বন্ধ করার সহজ উপায়!

প্রকাশঃ

শীতকালে ত্বকের যত্নে একটু বাড়তি সময় ব্যয় করতে হয়। বেশিরভাগ মানুষই এসময় ত্বক ও হাত-পায়ের পরিচর্চা করে থাকে। কিন্তু আপনি পায়ের গোড়ালির প্রতি কি যত্নশীল? অনেকেই এদিকে যত্ন নিতে ভুলে যায় আর সে কারণেই গোড়ালি ফাটে। আর এই পা ফাটা থেকে উত্তরণ পেতে ঘরে বসেই তৈরি করুন সহজ উপায়…

গ্লিসারিন: দুই চামচ গ্লিসারিন, দুই চামচ পানিতে মিশিয়ে নিয়ে রাতে ঘুমানোর আগে পায়ে মেখে রাখুন। লেবুর রসও দিতে পারেন পানির বদলে। একদিনেই দেখবেন পা ঝকঝকে।

সয়াবিন বা ভেজিটেবল অয়েল: পেট্রোলিয়াম জেলি বা কোনো মেডিকেটেড ক্রিম নয়, নিয়মিত ঘুমানোর আগে পায়ে সয়াবিন বা যেকোনো রকম ভেজিটেবল অয়েল ব্যবহার করুন। দুদিনে দূর হবে পা ফাটা। হাইড্রোজেনেটেড এসব তেল পা পরিষ্কার করে ব্যবহার করুন। চাইলে একটু কুসুম গরমও করে নিতে পারেন।

লেবু-লবণ: সপ্তাহে অন্তত দুদিন কুসুম গরম পানিতে একটি লেবুর রস ও এক চামচ লবণ দিয়ে তাতে ৩০ মিনিট পা ভিজিয়ে রাখুন। নিমিষেই উধাও হয়ে যাবে পা ফাটার মতো ঝক্কি।

মধু: নিয়মিত মধু মেশানো গরম পানিতে পা ডুবিয়ে স্ক্রাব করে নিলে পায়ের ফাটা বন্ধ হওয়ার পাশাপাশি পায়ের ত্বকও ঝকঝকে হয়ে উঠবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ