অর্থ কেলেঙ্কারির অভিযোগে বন্ধ হতে যাওয়া পিপলস লিজিংয়ের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
আগামী ১৭ সেপ্টেম্বর কোম্পানিটির এজিএম ও ইজিএমের তারিখ ঘোষণা করা হলেও অনিবার্য কারণে পূর্ব নির্ধারিত সময়ে এজিএম ও ইজিএম অনুষ্ঠিত হবে না কোম্পানিটির। তবে নতুন করে সভার কোন তারিখ বা ভেন্যু জানায়নি কোম্পানিটি।
নানা অনিয়মের অভিযোগে কোম্পানিটিকে দ্বিতীয় দফায় আরো ১৫ দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার আদেশ দিয়েছে ডিএসই। ২৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
এদিকে হাইকোর্টের আদেশে পিপলস লিজিংয়ের (পিএলএফএস) প্রাক্তন পরিচালকদের ব্যাংক অ্যাকাউন্ট শিথিল ও বাজেয়াপ্ত করা হয়েছে।
এর আগে হাইকোর্টের নির্দেশে ২০১৫ সাল পর্যন্ত কোম্পানিটির পরিচালনায় যারা ছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট জিম্মি করেছে বাংলাদেশ ব্যাংক।