শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

পুঁজিবাজারে গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

প্রকাশঃ

পুঁজিবাজারে গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে আজ । টানা চার দিন দরপতনের পর সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক ইতিবাচক ধারায় ফিরেছে। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ।

এদিন ডিএসইতে লেনদেন নেমে এসেছে ১ হাজার ৬৮ কোটি ৪২ লাখ টাকায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম কমেছে ১৯৫টির, বেড়েছে মাত্র ১৩১টির, অপরিবর্তিত রয়েছে ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। শেয়ার ও ইউনিটের দাম কমলেও দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯০৬ পয়েন্ট অবস্থান করছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক ১০ পয়েন্ট বেড়ে ২০ হাজার ১৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬২ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬০১ পয়েন্টে অবস্থান করছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৬৮ কোটি ৪২ লাখ ৬৯ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৫৪ কোটি ৪৩ লাখ ৯৬ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ৪৬ কোটি টাকা। যা গত ৬ মাস ৬ দিনের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে চলতি বছরের ২৮ এপ্রিল ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৪০ কোটি ৩২ লাখ টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে ২০ হাজার ১৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন করা ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৫টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৩৪ কোটি ১৬ লাখ ৯৬ হাজার ১১৮ টাকা।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ