মঙ্গলবার, ১১ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

প্রথম ডোজ টিকা প্রয়োগের বিশেষ কর্মসূচি সন্ধা পর্যন্ত চলবে: স্বাস্থ্য সচিব

প্রকাশঃ

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুরক্ষায় দেশব্যপী টিকা প্রয়োগের বিশেষ কর্মসূচি শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। এদিন দেশব্যপী এককোটি মানুষকে করোনা প্রথম ডোজ টিকা প্রয়োগ করা হবে।

স্বাস্থ্যসেবা সচিব লোকমান হোসেন মিয়া বলেন, প্রথম ডোজের জন্য যে টার্গেট করা হয়েছে তার চেয়ে বেশি হবে আজ, টিকাদান কার্যক্রম সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণটিকা কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব বলেন, প্রথম ডোজের জন্য এক কোটি টিকা দেওয়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তার চেয়ে বেশি দেওয়া হবে আজ। বিরতিহীনভাবে আজ চলবে টিকা প্রয়োগের বিশেষ কর্মসূচি ।

আগামীকালও রবিবার টিকাদান কার্যক্রম চলবে কি না, এমন প্রশ্নের জবাবে লোকমান হোসেন মিয়া বলেন, এখনই বলা যাবে না। পরিস্থিতি দেখে সন্ধ্যার পর আমরা সিদ্ধান্ত নেব।

আরও পড়ুন : আজ এক কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশিদ আলম, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হকসহ ঢামেকের ঊর্ধŸতন কর্মকর্তারা।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ