শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এমটিবি’র ১০ কোটি টাকার সহায়তা প্রদান

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে, দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা দুর্গত মানুষের মাঝে সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকার সহায়তা প্রদান করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, শেখ হাসিনা গণভবন থেকে এই অনুষ্ঠানে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর প্রিন্সিপ্যাল সেক্রেটারী, ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর পক্ষে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এমটিবির চেয়ারম্যান মোঃ ওয়াকিল উদ্দিন-এর কাছ থেকে ১০ কোটি টাকা সমমানের একটি চেক গ্রহণ করেন।

এমটিবি’র চেয়ারম্যান, মোঃ ওয়াকিল উদ্দিন এবিষয়ে বলেন – “দেশের বিভিন্ন অঞ্চলে আকষ্মিক বন্যা আমাদের দেশের মানুষের জীবন ও জীবিকার উপর নানাভাবে মারাত্মক প্রভাব ফেলেছে। একটি দায়িত্বশীল কর্পোরেট সত্ত্বা হিসেবে, আমরা এমন দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোটাকে এই সময়ের অত্যন্ত জরুরি প্রয়োজন মনে করি। আমি মনেকরি আমাদের এই প্রয়াস ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে।”

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ