বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

প্রধান মন্ত্রীর নির্দেশ মানছে না ২৮ বাণিজ্যিক ব্যাংক

প্রকাশঃ

এখনও ২৮ ব্যাংকের ঋণের সুদহার দুই অঙ্কের (১০ শতাংশের ) ওপরে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে (১০ শতাংশের নিচে) নামিয়ে আনার প্রতিশ্রুতি দেন বাণিজ্যিক ব্যাংকের পরিচালক ও ব্যবস্থাপকরা। গত বছরের জুলাই থেকে এটি কার্যকর হবে বলে ঘোষণা দেয় ব্যাংক উদ্যোক্তা পরিচালকদের সংগঠন ‘বিএবি’। ইহা বাস্তবায়ন করার জন্য সরকারের কাছ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধাও নেয় ব্যাংকগুলো। কিন্তু আজ পর্যন্ত এই প্রতিশ্রুতির কিছুই মানছে না অনেক ব্যাংক। এখনও ১০ শতাংশের ওপরে গড় ঋণের সুদ আদায় করছে প্রায় ২৮ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। খাতভিত্তিক ঋণের সুদহার ১৪ থেকে ১৮ শতাংশ আদায় করছে অনেক ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ  প্রতিবেদন থেকে জানা যায়, মার্চ মাস শেষে ২৮টি বাণিজ্যিক ব্যাংকের ঋণের সুদহার ১০ শতাংশের বেশি আদায় করছে। ৩৪টি ব্যাংকের স্প্রেড ৪ শতাংশীয় পয়েন্টের ওপরে রয়েছে। মার্চ শেষে ব্যাংকগুলোর গড় স্প্রেড দাঁড়িয়েছে ৪. ১৫ শতাংশ। এর মধ্যে অনেক ব্যাংক এখনও স্প্রেড নিচ্ছে ৮ শতাংশের ওপরে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গড়ে ১০ শতাংশের বেশি ঋণের সুদ নিচ্ছে যে ২৮টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, সেগুলো হলো:  সিটি ব্যাংক ১০.১৩ শতাংশ, ইস্টার্ন ব্যাংক ১০.৮৭ শতাংশ, এনসিসির ১০.২৪ শতাংশ, প্রাইম ব্যাংক ১০.০৪ শতাংশ, ঢাকা ব্যাংক ১০.৭৪ শতাংশ, স্যোসাল ইসলামী ব্যাংকের ১০.৫৪ শতাংশ, ডাচ্-বাংলা ১০.৩৪ শতাংশ, স্ট্যান্ডার্ড ১০.৫২ শতাংশ, এক্সিমের ১০.৭৯ শতাংশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ১০.৫৩ শতাংশ, ব্যাংক এশিয়ার ১০.১৪ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংকের ১০.৭৭ শতাংশ, যমুনা ব্যাংকের ১০.৪৪ শতাংশ, এবি ব্যাংকের ১১.২১ শতাংশ, ওয়ান ব্যাংকে ১১.২৭ শতাংশ, প্রিমিয়ারে ১১.৫১ শতাংশ, ফাস্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকে ১১.৫ শতাংশ, সাউথ বাংলা এগ্রিকালচারে ১১.৭৯ শতাংশ, পদ্মা ব্যাংকে ১১.৯০ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকে ১১.৯৮ শতাংশ, ইউনিয়ন ব্যাংকে ১২.১৮ শতাংশ, মেঘনায় ১২.০৪ শতাংশ, আইএফআইসির ১২.২৯ শতাংশ, ব্র্যাক ব্যাংকে ১২.৪২ শতাংশ, এনআরবি কমার্শিয়াল ব্যাংকে ১২.৭৬ শতাংশ, এনআরবি ব্যাংকে ১২.১৩ শতাংশ, মধুমতি ব্যাংকে ১২.৫৩ শতাংএবং এনআরবি গ্লোবালে ১৩.৬০ শতাংশ।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে স্প্রেডহার সবচেয়ে বেশি রয়েছে বিদেশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের। ব্যাংকটি আমানতের গড়ে ১.৫৩ শতাংশ হারে সুদ দিয়েছে। ঋণের বিপরীতে গড় সুদ নিয়েছে ৯.৮৩ শতাংশ। বিদেশি খাতের এ ব্যাংকের স্প্রেড দাঁড়িয়েছে ৮.৩ শতাংশ। ডাচ্-বাংলা সুদ দিয়েছে ২.৩৫ শতাংশ আর ঋণে নিয়েছে ১০.৩৪ শতাংশ। ব্যাংকটির স্প্রেড দাঁড়িয়েছে ৭. ৯৯ শতাংশ। ব্র্যাক ব্যাংক আমানতের বিপরীতে সুদ দিয়েছে ৫.৩৩ শতাংশ। ঋণের বিপরীতে নিয়েছে সুদহার ১২. ৪২ শতাংশ। ব্যাংকটির স্প্রেড দাঁড়িয়েছে ৭.০৯ শতাংশ।

Lpi 010-150 Dumps With New Discount

Oops, gold Entry Level Linux Essentials Certificate of Achievement bars can continue to be preserved. He listened to the ears of the world Lpi 010-150 Dumps Lpi 010-150 Dumps for more than 010-150 Dumps a hundred years, Linux Essentials 010-150 and heard a message from people s Lpi 010-150 Dumps idle conversations. His care for http://www.passexamcert.com his father on a regular basis is mainly reflected in the letter and greetings after the meeting and gives him some gifts he likes.

Compared with Feng Erzi, who has sufficient information Linux Essentials 010-150 at hand, the information that Li Lao stick can grasp at hand is too small. I just talked Lpi 010-150 Dumps about the three 010-150 Dumps people who were in a hurry and didn t talk. He doesn t Lpi 010-150 Dumps look at people Entry Level Linux Essentials Certificate of Achievement on the road. These people obviously do not understand Huang Zhonghua s ability to force the though thousands of people are Lpi 010-150 Dumps squatting , thinking that a few words will be able to take Huang Zhonghua. If Lpi 010-150 Dumps it http://www.examscert.com is not a casino with a fee of four, Zhao Hongbing may have reported the case long ago. Liu Haizhu usually works at night when he is working.

Every year in the world, there are no soldier disappears, disappeared silently.You will not pay attention to them. And there is no end of the flame spray on the screen, my impression should be relatively long, about 3 meters tail Lpi 010-150 Dumps flame spray, the air flow even longer ah So big tail spray force enough to spray the sky up to that black I do not know since it took so much money to move helicopters, this idea of reparation do not understand Old Americans also have amateur ah To be honest Lpi 010-150 Dumps that the movie is indeed a general, no figures, no story, Lpi 010-150 Dumps Linux Essentials 010-150 the entire Black Hawk Entry Level Linux Essentials Certificate of Achievement helicopter and Han Majip commercials. Why do you not let me cry Are you counting eggs Are you human I was crying and crying in the arms of Phoebe in the arms of a female soldier. Or the back of the military card curiously stretched out his neck 010-150 Dumps out or carefully ask you the Lpi 010-150 Dumps way, and then also cautious to say thank you, if you are too lazy to answer or simply give a 010-150 Dumps look, they will not say anything, and then Cautious to ask other cities to ask the way. I hesitated, how did this work One or two are two big, how can I cheat again next year 15 rounds of bullets, but a time ah How long can this straw hat fly Big black face said That line of the gun you do not hit me to send you back.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ