বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

প্রায় আট বছর পর মোশাররফ করিম ও মিমের ‘মনের মানুষ’

প্রকাশঃ

প্রায় আট বছর পর আবারও জুটি বেঁধে দর্শকদের সামনে হাজির হচ্ছেন মোশাররফ করিম ও বিদ্যা সিনহা মিম। তাও ঈদের নাটকে। নাটকের নাম ‘মনের মানুষ’।

মোশাররফ করিম ও বিদ্যা সিনহা মিমের নাটকের আলাদা কদর ছিল দর্শকদের কাছে। এই জুটির প্রতিটি নাটক প্রশংসা কুড়িয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের কাজ করা হচ্ছিল না ।

একজন প্রবাসী ও তার স্ত্রীকে নিয়ে আবর্তিত হয়েছে নাটকের গল্প। এতে প্রবাসীর চরিত্রে মোশাররফ করিম ও তার স্ত্রী চরিত্রে মিম অভিনয় করেছেন।

সম্প্রতি রাজধানীর উত্তরাসহ বিভিন্ন এলাকায় নাটকের দৃশ্যধারণ করা হয়েছে।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। দুটি চরিত্র দুই গুণী শিল্পী যথাযথভাবে ফুটিয়ে তোলতে পারবেন বলে বিশ্বাস নির্মাতার।

অভিনেতা মোশাররফ করিম বলেন, নাটকের গল্পটা একটু আলাদা। মিমের সঙ্গে অনেকদিন পর কাজ করলাম। সব মিলিয়ে ভালো লাগছে।

মিম বলেন, পরিচালক সঞ্জয় সমাদ্দারের সঙ্গে বহুদিন ধরে কাজ করব বলে ভাবছিলাম। সেটি করা হয়নি। এবার সুযোগটা কাজে লাগালাম।

আসন্ন ঈদুল আজহায় নাটকটি দেখা যাবে টিভি পর্দায়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ