ফাইজার ও বায়োএনটেকের তৈরি পাঁচ বছরের কম এবং ছয় মাসের বেশি বয়সের শিশুদের করোনা ভাইরাসের টিকা প্রয়োগের জন্য মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষের জরুরি অনুমোদনের আবেদন করছে।
মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) দুই ডোজ স্বাস্থ্য সুরক্ষা টিকার অনুমোদন দিলে তা হবে যুক্তরাষ্ট্রে এ বয়স গ্রুপের শিশুদের জন্য পাওয়া প্রথম কোভিড টিকা।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) জায়ান্ট এ দুই কোম্পানি জানায়, তারা এফডিএ’র অনুরোধ জানানোর পর তাদের আনুষ্ঠানিক আবেদন জমা দেয়ার কাজ ইতোমধ্যে শুরু করেছে।
এমন ঘোষণা দেয়ার পর পরই টুইটারে দেয়া এক বার্তায় এফডিএ জানায়, তারা এ আবেদন বিবেচনা করার ব্যাপারে দুই সপ্তাহের মধ্যে (আগামী ১৫ ফেব্রুয়ারি) বৈঠক করবে।
আরও পড়ুন : ওমিক্রনে আক্রান্তের চোখে যে লক্ষণ দেখা দিচ্ছে
এফডিএ’র ভারপ্রাপ্ত প্রধান জানেট উড কক বলেন, ‘এ বয়স গ্রুপের শিশুর জন্য একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন পাওয়া হচ্ছে এ সংস্থার অগ্রাধিকার।’
তিনি আরও বলেন, করোনাভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ সাম্প্রতিক সময়ে অনেক বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এফডিএ এ আবেদনের অনুরোধ জানায়।