বৃহস্পতিবার, ৭ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ফাইনালে নিশ্চিত বাংলাদেশের মেয়েরা

প্রকাশঃ

থাইল্যান্ডের মহিলা ক্রিকেটারদের শেষ বলে ম্যাচ হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়ে ক্রিকেটাররা। ভারতের পাটনায় চলমান চার দলের টি-টোয়েন্টি আসরে এই চমক দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা।

ম্যাচটিতে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ১২০ রান সংগ্রহ করে থাইল্যান্ড। দলটির হয়ে ওপেনার নাত্তাকান চন্তম সর্বোচ্চ ৬০ রান করে। বাংলাদেশের হয়ে ৩১ রান খরচায় একটি উইকেট নেন পেসার জাহানারা আলম।

জবাবে ওপেনার শামিমা সুলতানা শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন। ব্যক্তিগত ৩৮ রানে লেগ বিফোর উইকেট হয়ে বিদায় নেন তিনি। শামিমার বিদায়ে ৯১ রানে তৃতীয় উইকেট হারানো বাংলাদেশ ১১২ রানের মধ্যে আট উইকেট হারায়। সানজিদা ইসলামের ব্যাটে আসে ২১ রান। ১৫ রান করে ফিরে যান উইকেটরক্ষক ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতি। ১৯তম ওভারে তিনটি উইকেট হারিয়ে রীতিমতো ম্যাচ হারতে বসে সালমা খাতুনের দল।

১৩ বলে চারটি চারে ২৮* রানের অসাধারণ একটি ইনিংস খেলে দলকে দুই উইকেটের জয় পাইয়ে দেন তিনি। আগামী ২২ জানুয়ারি ফাইনালে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ খেলবে ভারতের ‘বি’ দল।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ