শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য দেয়া হবে

প্রকাশঃ

রাজধানীতে এখন শুধুমাত্র ফ্যামিলি কার্ডের মাধ্যমেই টিসিবি’র পণ্য দেয়া হবে। খোলাবাজারে ট্রাকে করে আর কোনো পণ্য বিক্রি করা হবে না বলে জানিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বিক্রয় কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা ও প্রকৃত সুবিধাভোগীদের কাছে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছানোর লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

দেশের নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করেছে টিসিবি। যা রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাকে করে ভ্রাম্যমাণভাবে বিক্রি করা হতো। ফ্যামিলি কার্ড প্রবর্তনের কারণে এ সুযোগ এখন আর থাকছে না।

এ বিষয়ে টিসিবি’র মুখপাত্র মো. হুমায়ুন কবির বলেন, ফ্যামিলি কার্ড ছাড়া এখন আর কাউকে টিসিবি’র পণ্য দেয়া হবে না। প্রকৃত সুবিধাভোগীদের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবি’র পণ্য পৌঁছে দেয়ার জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ঢাকা (উত্তর ও দক্ষিণ) ও বরিশাল সিটি করপোরেশনে ফ্যামিলি কার্ড প্রণয়ন এবং বিতরণ কার্যক্রম চলমান আছে। আগামী মাসের শুরুতে এক কোটি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য দেয়া হবে। ঢাকার দুই সিটি করপোরেশনের ১২ লাখ পরিবারকে কার্ড দেয়া হবে।

এদিকে ঢাকা ও বরিশালে ফ্যামিলি কার্ড হোল্ডারদের তালিকা প্রস্তুত করে জুনের শুরু থেকেই এক কোটি মানুষকে পণ্য দেয়ার জন্য ১৫ দিন পেছানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ট্রাকে করে ন্যায্যমূল্যের পণ্য বিক্রিতে সুফল পায় কেবল শহরের মানুষ গ্রামের মানুষকেও সেই সুফল দিতে জুনের শুরু থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক কোটি মানুষের কাছে কম দামে পণ্য বিক্রি করা হবে।

তিনি আরও বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং বরিশাল সিটি করপোরেশনে ফ্যামিলি কার্ড প্রণয়ন ও বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর থেকে শুধু ফ্যামিলি কার্ডের মাধ্যমেই টিসিবি’র পণ্যসামগ্রী বিক্রি হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ