সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বগুড়ায় অগ্রণী ব্যাংক লিমিটেড এর মিট দ্য বরোয়ার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশঃ

শনিবার (১৭ সেপেটম্বর’২০২২) বগুড়ায় অগ্রণী ব্যাংক লিমিটেড রাজশাহী সার্কেলাধীন বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট এবং নওগাঁ অঞ্চলের ঋণগ্রহীতাদের সাথে মিট দ্য বরোয়ার এবং অঞ্চল প্রধান,শাখা প্রধান ও শাখা ব্যবস্থাপকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

বগুড়ার পাক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মত বিনিময় ও মিট দ্য বরোয়ার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক এর এমডি এবং সিইও মো. মুরশেদুল কবীর। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুল ইসলাম। সভাপতিত্ব করেন রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক শামিম উদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক মো. শাহাজাহান মিঞা, মো. জালাল উদ্দিন, সহকারী মহাব্যবস্থাপক মো. আবদুল মজিদ ও মো. মোকাররম হোসেন।

এমডি এবং সিইও মো. মুরশেদুল কবীর গ্রাহক,অঞ্চল প্রধান ও শাখা প্রধানদের সাথে খেলাপী ঋণ আদায়, সিএমএসএমই ঋণ, প্রণোদনা ও অন্যান্য ঋণ বিতরণ, ফরেন রেমিট্যান্স ও গ্রাহক সেবার মান নিয়ে মতবিনিময় ও ব্যবসায়িক পর্যালোচনা করেন। এ সময় অবলোপনকৃত ঋণ থেকে আদায় হয়েছে হয়েছে ১৫০.০০ লক্ষ টাকা, শ্রেণীকৃত ঋণ থেকে আদায় হয়েছে ১০০.০০ লক্ষ টাকা এবং সরকারি কর্মকর্তা,কর্মচারীদের গৃহ নির্মাণ খাতে ৭৩.০০ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়। পাশাপাশি ঘরে ফেরা ও সিএমএসএমই ঋণ বিতরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ