মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

“বঙ্গবন্ধু ললিতকলা একাডেমি’র উদ্যোগে “মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশঃ

‘বঙ্গবন্ধু ললিতকলা একাডেমি’র উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত ২৭ আগস্ট ২০২২ তারিখ, শনিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক জনাব ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং সাহাবুদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. রুহুল আমীন। সভায় সভাপতিত্ব করেন সাবেক আইজিপি ও বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির চেয়ারম্যান জনাব এ কে এম শহীদুল হক। সভা পরিচালনা করেন ও স্বাগত ভাষণ দেন বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব মো. জাহিদ হোসেন। মঞ্চে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মেজবা উদ্দিন আহমেদ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ