সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বরগুনার মহিষকাটার বাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৫০তম এজেন্ট আউটলেট উদ্বোধন

প্রকাশঃ

আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের আওতায় সমাজের সর্বস্তরের মানুষের দোর গোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সম্প্রতি বরগুনা জেলার আমতলী উপজেলাধীন মহিষকাটার বাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর ৫০তম এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক জনাব মোঃ আনোয়ারুল ইসলাম উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত আউটলেটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতলী উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আমতলী এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ এবং অন্যান্য পেশাজীবীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার মোঃ ফিরোজ কবির। শাহ্জালাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের সমৃদ্ধি কামনা করে “অপরূপা ট্রেডার্স এজেন্ট আউটলেট” প্রাঙ্গনে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ