২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে গুগল ম্যাপ তার যাত্রা শুরু করে। যাত্রা শুরুর পর থেকেই ওয়েব কিংবা হাতে থাকা স্মার্টফোনে গুগল ম্যাপ ব্যবহার করে মানুষ অশেষ উপকার লাভ করেন। কোন স্থানে যেতে হলে মানুষকে আর কারো ওপর নির্ভরশীল হয়ে থাকতে হয় না। হাতের মুঠোয় ফোনে থাকা গুগল ম্যাপ ব্যবহার করেই কোন নির্দিষ্ট স্থানের অবস্থান সম্পর্কে জানা যায়।
এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য গুগলে ম্যাপে তিনটি নতুন ফিচার আনল টেক জায়ান্ট গুগল। ফিচারগুলো এরই মধ্যে গ্রাহকরা ব্যবহার করতে পারছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসল আজ মঙ্গলবার।
এসব ফিচারের মধ্যে রয়েছে, মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য নতুন ডেডিকেটেড নেভিগেশন মোড। এতে রয়েছে, গন্তব্যস্থল, দূরত্ব ও সহজে দ্রুত পৌঁছার নির্দেশনা। সেই সঙ্গে গুগল নির্দেশিত রাস্তা থেকে ০.৫ কিলোমিটার দূরে সরে যায় তাহলে মোবাইল বেজে উঠবে। সেই সঙ্গে বাংলায় পার্শ্ববর্তী সকল প্রধান রাস্তাগুলো বাংলা উচ্চারণে জানিয়ে দেবে গুগল।