শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বাংলাদেশি হাজিদের খাবার সৌদির ক্যাটারিং সার্ভিস থেকে নিতে হবে

প্রকাশঃ

চলতি হজ মৌসুমে বাংলাদেশ থেকে যেসব হজযাত্রী ও মোনাজ্জেম সৌদি আরবে হজ পালন করতে যাবেন, তাদের তথ্যাদি আগামী ৪ এপ্রিলের মধ্যে সে দেশের কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। এ লক্ষ্যে হজযাত্রী ও মোনাজ্জেমের তথ্যাদি আগামী ৩০ মার্চের মধ্যে আশকোনার হজ অফিসে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। হজ অফিসের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে গত ২৫ মার্চ সৌদির দক্ষিণ এশীয় মোয়াচ্ছাছা অফিসের এক নির্দেশনা বলা হয়েছে, ২০১৯ সাল থেকে হজ মৌসুমে মক্কা আল মোকাররমায় অবস্থানকালে বাংলাদেশি হজযাত্রীদের এক বেলার (দুপুর/রাত) খাবার সৌদির ক্যাটারিং সার্ভিস থেকে নিতে হবে।

গত ১৯ মার্চ  দেশটির দক্ষিণ এশীয় মোয়াচ্ছাছা অফিস বাংলাদেশ হজ মিশন অফিসে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে জেদ্দার বাংলাদেশ হজ অফিস থেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে একটি চিঠি পাঠানো হয়। জেদ্দা হজ অফিসের কাউন্সেলর (হজ) মুহাম্মাদ মাকসুদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, চলতি হজ মৌসুমে হজযাত্রীদের মক্কা আল মোকাররমায় অবস্থানকালে স্থানীয় ক্যাটারিং সার্ভিস থেকে কমপক্ষে এক বেলা (দুপুর বা রাত) খাবার গ্রহণের বিষয়ে মক্কাস্থ দক্ষিণ এশীয় মোয়াচ্ছাছা অফিসের সঙ্গে চুক্তি হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।

ওই চিঠি পাওয়ার পরই ধর্মবিষয়ক মন্ত্রণালয় হজযাত্রীদের মক্কায় অবস্থানকালে কমপক্ষে এক বেলা খাবার সরবরাহের বিষয়ে স্থানীয় ক্যাটারিংয়ের সঙ্গে চুক্তি করতে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) অফিসে চিঠি পাঠানো হয়। এ বিষয়ে জানতে চাইলে হাবের মহাসচিব এম শাহাদাত হোসাইন তছলিম বলেন, বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে অবস্থানকালে ক্যাটারিং সার্ভিস থেকে সকল খাবার গ্রহণের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। চলতি বছর থেকে কমপক্ষে এক বেলা খাবার গ্রহণ করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের গত ১৪ ফেব্রুয়ারি এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের ১৭ ফেব্রুয়ারি থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামীকাল ২৮ মার্চ পর্যন্ত। এবছর বেসরকারি হজ ব্যবস্থাপনা কার্যক্রমে অংশ নিতে ৮৭৬টি হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে সরকার।

হজ অফিস ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০১৯ সালে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৭ হাজার ১৯৮ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জনসহ মোট ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি হজ পালন করবেন।

Free Download Real Microsoft 070-412 Questions Are Based On The Real Exam

They walked in tandem, http://www.passexamcert.com/070-412.html Ganmao leisurely narrative, but you know, the social situation is quite complicated. Far erected a big sign, impressively above a few characters three villages vacation. This time they are just relieved, a ridiculous farce was dumped by her daughter, all the mistakes of her daughter forgiven, feel long sigh. This Microsoft 070-412 Questions half an hour, he and she seem to have lost weight, wandering in the boundless universe, and finally Windows Server 2012 070-412 slowly fell back to bed, the silence is generally not a little angry, like two fallen city. Female boss lied Configuring Advanced Windows Server 2012 Services to the enemy rebel murder, the result is self profaning, perpetrators do not act against their own, I really do not know how high the sky how thick, there is no knowledge of modern science and 070-412 Questions technology, I do not know what era to enter, and even the phone has caller ID And can be stored, inquiries, do not know, but also dare to stalker, Microsoft 070-412 Questions playing public security Big joke Spell with me spell, the line is also a little lighter, the bones are a little tender. Jia Cheng grow more roared Road, how are you, I can not say you Where did we offend you Even if it is innocent words, you have to listen to it.

Zhang Haoran shouted outside the door after saying Microsoft 070-412 Questions Zhang Laoliu, Zhang Laoliu Come in Zhang Laoliu http://www.examscert.com came in, and stood Did not dare to go inside at the door, he looked up and saw Li old stick and looked down at the watch Zhang Haoran also knows that if Zhang Laoliu stayed in this room for half a minute, I really don t know Microsoft 070-412 Questions what would happen. Feng Wei held the chicken with Microsoft 070-412 Questions Windows Server 2012 070-412 070-412 Questions body temperature, and did not cut the chicken s throat several times. So the two dogs decided to continue the art, waiting for opportunities, and waiting to turn over The quilt was covered and he slept Microsoft 070-412 Questions Configuring Advanced Windows Server 2012 Services again. Feng Erzi, Yang Fan and Zhang Yiqi were tightly held together.

When the real men downstairs also rang ah Windows Server 2012 070-412 Questions Step by step, knocking in my heart ah what should I do I really think ah Configuring Advanced Windows Server 2012 Services This is my first time in thinking my fortune my choice my future. At this moment, I noticed there was no sound in the tent, the Windows Server 2012 070-412 moonlight spilled Microsoft 070-412 Questions in from the window, and I saw that everyone was asleep. Third Brother was very bird said Microsoft 070-412 Questions I am a third brother, I will not give you my gun unless you cut my face first. Is a superficial Han Han smiled after the down.I was in my heart really Niubi ah The role of helmets and umbrella boots with me repeat it You should be much clearer than me But for the first time I saw the landing 070-412 Questions of a wing umbrella, bald and rubber shoes.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ