বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বাংলাদেশের পুঁজিবাজারের পাঁচ কোম্পানীতে চীনের বিনিয়োগ

প্রকাশঃ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানীতে ‌চীনের বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে । দেশের  ১০ কোম্পানির সঙ্গে চীনের শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির যৌথ ব্যবসার সুযোগ তৈরি হয়েছে। প্রাথমিক বুঝা পরমর্শ করার পর কোম্পানিগুলোর ব্যবসা পরিকল্পনা সামনে এগিয়ে নিতে আবারও বৈঠক বসবে। এ বিষয়ে সংশ্নিষ্ট ব্যক্তিবর্গরা মনে করেন, জাতীয় নির্বাচনের পর এ বিষয়ে আরও বিস্তারিত আলোচন ও অগ্রগতি হবে ।

বাংলাদেশ ও চীন উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক সৃষ্টির উদ্যোগ নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ঢাকায় গত অক্টোবরের শেষদিকে দুই দেশের উদ্যোক্তা ও শীর্ষ কর্মকর্তারা বৈঠক করেন।

উক্ত বৈঠকে কৃষি, বিদ্যুৎ, অবকাঠামো, প্রকৌশলসহ কয়েকটি খাতের কোম্পানি নিজেদের মধ্যে নতুন ব্যবসার সম্পর্ক সৃষ্টির সুযোগ নিয়ে আলোচনা করে। ডিএসইর শীর্ষ কর্মকর্তারা বলেন, চীন ও বাংলাদেশের ব্যবসায়ীরা যৌথভাবে অনেক দিন থেকেই এ দেশে ব্যবসা পরিচালনা করে আসছে। বর্তমানে এটিকে নতুন রূপে সম্পসারিত ও আরও বেশি  ব্যবসার উদ্যোগ সৃষ্টি করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিএসইর কৌশলগত অংশীদার হিসেবে চীনের সাংহাই ও সেনজেন স্টক এক্সচেঞ্জ কাজ শুরুর পরই এমন উদ্যোগ নেওয়া হয়। এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক মাজেদুর রহমান।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ৬০ বছর পূর্তির অংশ হিসেবে প্রথমবারের মতো দুই দেশের উদ্যোক্তাদের বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশি কোম্পানিগুলো হলো- বারাকা পাওয়ার, শাহজীবাজার পাওয়ার, এনার্জি প্যাক, এএমসিএল (প্রাণ), কাজী ফার্মস, কেডিএস এক্সেসরিজ, শাশা ডেনিম, কাজী ফার্মস, স্প্যারো, সাকো ইন্টারন্যাশনাল ও আব্দুল মোনেম গ্রুপ। এর মধ্যে এএমসিএল (প্রাণ), কেডিএস এক্সেসরিজ, বারাকা পাওয়ার, শাশা ডেনিম ও শাহজীবাজার পাওয়ার  এদেশের শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানী।

এবং চীনা কোম্পানিগুলো হলো- নিউ হোপ লিউই, ঝেজিয়াং ওয়েশিং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, নিংবো সিজিং, চায়না সিএএমসি ইঞ্জিনিয়ারিং এবং এসডিআইসি পাওয়ার হোল্ডিংস। এসব কোম্পানি কৃষি, প্রকৌশল, অবকাঠামো নির্মাণ ও বিদ্যুৎ খাতের। সবগুলো কোম্পানী সেনজেন স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত । চীনা ব্যবসায়ীদের আনতে সহায়তা করছে সেনজেন স্টক এক্সচেঞ্জ।

ডিসিসিআইর সভাপতি আবুল কাশেম, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক মাজেদুর রহমান এবং সেনজেন স্টক এক্সচেঞ্জের আন্তর্জাতিক বিভাগের পরিচালক লি ফুজং উভয় দেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের যৌথ বৈঠকে উপস্থিত ছিলেন । সম্পদ ব্যবস্থাপক কোম্পানি ভ্যানগার্ডও উক্ত বৈঠকে অংশ নেয়। ডিসিসিআইর সভাপতি বলেন, সরাসরি বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ আকর্ষণীয় গন্তব্য এবং দক্ষতা ও উৎপাদন খরচ বিবেচনায় বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ অনেক সম্ভাবনাময় প্লাটফর্ম বলেই চীনের ব্যবসায়ীরা এতে বিনিয়োগোর আগ্রহ দেখাচ্ছে।

বিনিয়োগের ক্ষেত্রে ডিসিসিআই সব ধরনের সহযোগিতা করবে বলেও জানিয়েছে। লি ফুজং বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশে অত্যন্ত অনুকূল পরিবেশ আছে। যৌথ বিনিয়োগে উভয় দেশ লাভবান হবে বলে তার আশা।

 

IASSC ICBB New Questions Is Your Best Choice

Look at that IASSC ICBB New Questions posture, unlike the country s protection, but rather a full one thousand. You are not ICBB New Questions the first time, why have I seen my wine See you come, Zhou Sheng Ken to sell a few pounds, less Tsuen they had to drink More than a half drops of alcohol In my place, except for the rice is eight, nine is not prepared yo Stop strike Lean Six Sigma Black Belt ICBB Zuo Zongtang take a job, left a third drink to drink a back to your training, I also eat it After dinner, two people in the study while drinking tea to discuss, most of the night, before entering the bedroom arrived and sleep. Kwong Choi, who died at the age of eight and died IASSC Certified Lean Six Sigma Black Belt at the age IASSC ICBB New Questions of nine, later the tribe swallowed up a few acres of his home from a partner and sent him into the temple to be a minor disciple. In the afternoon, the decree came down to ministries and courts.Purport Daxing County Wang Zhengfu invaded library silver, the adultery is an official mute http://www.passexamcert.com/ICBB.html case, the re trial sentenced by the Ministry of Punishments, the Department framed caused Back with the opening of all Wang Zhengfu punishment, reward four goods top wear, Sheng grant Shun Tianfu Prefecture Cheng.

So he murdered her again and again. The policeman stood IASSC ICBB New Questions next to the table, and the leaves could only look at him, and the tears couldn t stop flowing. She asked her ICBB New Questions parents to promise that she would re Lean Six Sigma Black Belt ICBB read for a year, because she usually studied http://www.examscert.com/ICBB.html very IASSC Certified Lean Six Sigma Black Belt well, but her parents did not agree. Three computer tables and chairs can be IASSC ICBB New Questions placed.

Where Wu Tingdong willing to listen, mouth said The next officer had to offend the So Zeng Guofan hard to promote their own car, drink back Yamen, then hand the chair bar went straight to the prefect Yamen away. Diego move summer and winter, Xunjujuju.Hu does not want to learn, to stand body. Lao Ren soon put the impeachment of Kuomintang Lean Six Sigma Black Belt ICBB New Questions one by one, and once again took Zeng Guofan s Chen ICBB New Questions Chen as a basis to pass it in without any thought the time was IASSC ICBB New Questions two months after Zeng demolished his post. Hanlin hospital attendant Tseng Kuo fan salute adults.A ceremony.Government prefect confused, while saying not afraid to be when , Lean Six Sigma Black Belt ICBB IASSC ICBB New Questions while shouting Almost to the poor IASSC Certified Lean Six Sigma Black Belt adults have seats Tseng Kuo fan and the prefect seat, the division rushed to serve a cup of hot tea.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ