বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন জিএম মোঃ জয়নাল আবেদীন

প্রকাশঃ

বিশিষ্ট ব্যাংকার মোঃ জয়নাল আবেদীন গত ১৭ আগস্ট, ২০২২ তারিখে বাংলাদেশ কৃষি ব্যাংকে মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এ মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০০০ সালে কর্মসংস্থান ব্যাংক এ মুুখ্য কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এ মহাব্যবস্থাপক (প্রশাসন) ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে মহাব্যবস্থাপক (পরিচালন) এবং রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের থেকে পদার্থ বিদ্যায় বিএসসি (সম্মান) ও এমএসসি এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি কৃতিত্বের সাথে ব্যাংকিং ডিপ্লোমা ১ম ও ২য় পর্ব সম্পন্ন করেন। তিনি চাকুরী জীবনে বিভিন্ন ট্রেনিং, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ গ্রহণ করেন। তিনি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ