বুধবার, ১৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

বাংলাদেশ কৃষি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেলেন মোহাঃ খালেদুজ্জামান

প্রকাশঃ

বিশিষ্ট ব্যাংকার মোহাঃ খালেদুজ্জামান ১০ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশ কৃষি ব্যাংকে (বিকেবি) মহাব্যবস্থাপক থেকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। পদোন্নতি প্রাপ্তির পূর্বে তিনি একই ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। মোহাঃ খালেদুজ্জামান ২০০১ সালে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন-এ ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে যোগদান করেন। তিনি হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন দিনাজপুর ও ফরিদপুর রিজিওনাল ম্যানেজার এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জোনাল ম্যানেজার (বিভাগীয় প্রধান), সদর দপ্তরের অডিট ও আদায় বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন পদে হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন-এ নিষ্ঠা ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন। তিনি ২২.০৩.২০২১ তারিখে মহাব্যবস্থাপক হিসাবে বাংলাদেশ কৃষি ব্যাংক-এ যোগদান করেন। বাংলাদেশ কৃষি ব্যাংকের ফরিদপুর ও ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক এবং বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজের অধ্যক্ষ হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। এছাড়াও, প্রধান কার্যালয়ে মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও পরিচালন) এবং মহাব্যবস্থাপক (প্রশাসন) হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের অপারেশন ও প্রশাসনের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মোহাঃ খালেদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগ হতে ১৯৯২ সালে বিএসসি (সম্মান) ও ১৯৯৩ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। পববর্তীতে তিনি ফিন্যান্স এন্ড ব্যাংকিং এ এমবিএ এবং Certified Information Systems Auditor (CISA) ডিগ্রি অর্জন করেন। মোবাইল ব্যাংকিং, ব্যাংকিং সেক্টরে সুশাসন, আর্থিক সেক্টরে ব্যাংকিং বিনিয়োগ, ব্যাংকিং সেক্টরে জাল-জালিয়াতি রোধে ফরেনসিক একাউন্টিং, বাংলাদেশের উদিয়মান অর্থনীতে ব্যাংকিং বিনিয়োগের ভূমিকা ইত্যাদি বিষয়ে তাঁর জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনা রয়েছে এবং তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেন। মোহাঃ খালেদুজ্জামান ১৯৭১ সালে মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি মোঃ আক্কাস আলী ও খালেদা খানম দম্পত্তির ৫ম সন্তান। তিনি পারিবারিক জীবনে দুই সন্তানের জনক।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ