বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

বাংলাদেশ কৃষি ব্যাংকে ‘রেমিট্যান্স উৎসব ২০২৫’ এর ড্র অনুষ্ঠিত

প্রকাশঃ

বাংলাদেশ কৃষি ব্যাংকের আয়োজনে ‘রেমিট্যান্স উৎসব ২০২৫’ এর তৃতীয় ও চূড়ান্ত ধাপের লটারির ড্র ২১ এপ্রিল ২০২৫ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লটারির ড্র কার্যক্রম সম্পন্ন করেন। শেষ ধাপের লটারিতে প্রথম পুরস্কার বিজয়ী হয়েছেন ফরিদপুর অঞ্চলের মধুখালী শাখার সম্মানিত রেমিট্যান্স গ্রাহক মোছাঃ রূপালী আক্তার। প্রতি ১৫ দিন অন্তর অনুষ্ঠিত এই লটারির ড্র এর ধারাবাহিকতার অংশ হিসেবে শেষ ধাপে একটি আকর্ষণীয় মেগা পুরস্কার হিসেবে মোটর সাইকেল ঘোষণা করা হয়। মেগা পুরস্কার বিজয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের বাইশমৌজা বাজার শাখার সম্মানিত গ্রাহক সাদ্দাম হোসেন। তিন ধাপে অনুষ্ঠিত এই বিশেষ রেমিট্যান্স উৎসবে ব্যাংকের পক্ষ থেকে সর্বমোট ৩১টি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম এবং মোহাঃ খালেদুজ্জামান। এছাড়াও, প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপক, সংশ্লিষ্ট উপ-মহাব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। একইসাথে অনুষ্ঠানে ব্যাংকের সকল বিভাগীয় মহাব্যবস্থাপক, মুখ্য আঞ্চলিক ও আঞ্চলিক ব্যবস্থাপক এবং সকল শাখার ব্যবস্থাপকবৃন্দ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ