মঙ্গলবার, ১৯শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে আজ

প্রকাশঃ

নিউজিল্যান্ডের ডানেডিনে প্রথম ওয়ানডে ব্লাক ক্যাপসদের মুখোমুখি আজ টাইগাররা। বাংলাদেশ ঘরের মাঠে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে একাধিকবার হোয়াইটওয়াশ করলেও কিউইদের মাটিতে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি। এবার টাইগারদের সামনে এসেছে জয়ের দারুণ সুযোগ। নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন নেই। খেলছেন না তারকা ব্যাটসম্যান রস টেলরও। বাংলাদেশ দলেও নেই সেরা তারকা সাকিব আল হাসান। তারপরও আজ জয়ের ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, ‘আমাদের পেস বোলিং আক্রমণ খুবই ভালো। তরুণরা খেলার জন্য মুখিয়ে আছে। তারা প্রস্তুতি ম্যাচেও খুবই ভালো করেছে। আশা করছি, এবার সিরিজে অন্যরকম চিত্র দেখা যাবে।’ ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম লাথাম। উইলিয়ামসনের অনুপস্থিতিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের নেতৃত্ব পেয়ে খুবই উচ্ছ্বসিত তিনি। লাথাম বলেন, ‘নিউজিল্যান্ডের অধিনায়ক হওয়া অনেক গর্বের বিষয়। বলতে গেলে আমার স্বপ্ন পূরণ হয়েছে। তবে যে সুযোগ পেয়েছি তা কাজে লাগানোর দারুণ সুযোগ আছে। সিরিজটা জয় দিয়েই শুরু করতে চাই।’

ওয়ানডে বাংলাদেশের প্রিয় ফরম্যাট। সব শেষ সিরিজে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। তাই আজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। সাকিব না থাকলেও খুব একটা প্রভাব পড়ার কথা নয় বলেই মনে করেন তামিম। ব্যাটিংয়ে ক্যাপ্টেনের সঙ্গে রয়েছেন দুই সিনিয়র ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। ফর্মের তুঙ্গে আছেন ওপেনার লিটন দাস। তবে এ সফরে বাংলাদেশকে ভরসা দিচ্ছে পেস আক্রমণ। মুস্তাফিজুর রহমানের সঙ্গে ওপেনিং জুটিতে দেখা যেতে পারে তরুণ তারকা হাসান মাহমুদকে। অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন তো আছেনই। নিউজিল্যান্ডের পেস অ্যাটাকে ট্রেন্ট বোল্টের সঙ্গে রয়েছেন কাইল জেমিসন। ব্যাটিংয়ে ক্যারিশমা দেখাতে পারেন অভিষেকের অপেক্ষায় থাকা ডেভন কোনওয়ে। ২৯ বছর বয়েসী এ কিউই ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-২০ সিরিজে তিনটি হাফ সেঞ্চুরি করেছেন। তার মধ্যে অপরাজিত ৯৯ রানের ইনিংসও আছে। তাই কোনওয়ের দিকে সতর্ক দৃষ্টি রয়েছে টাইগার বোলারদের।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ