সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বাংলাদেশ ব্যাংকের সাথে গ্লোবাল ইসলামী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

গ্লোবাল ইসলামী ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাথে ‘‘সিএমএসএমই খাতে মেয়াদি ঋণের বিপরীতে পুনঃঅর্থায়ন স্কিম’’ চুক্তিতে স্বাক্ষর করে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানসমূহকে সহজ শর্তে ও স্বল্প মুনাফায় অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক গঠিত ২৫,০০০ কোটি টাকার স্কিমের এই চুক্তির মাধ্যমে এখন থেকে গ্লোবাল ইসলামী ব্যাংকের শাখা/উপশাখা/এজেন্ট ব্যাংকিং হতে উদ্যোক্তারা উক্ত বিনিয়োগ সুবিধা গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক মো. জাকের হোসেন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকগণ এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ