সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বাংলাদেশ ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের মধ্যে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতে পূন:অর্থায়ন স্কীমের আওতায় বিনিয়োগ প্রদানের জন্য এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের বিকাশে সহজ শর্তে ও স্বল্প মুনাফায় উদ্যোক্তাদের মাঝে মেয়াদী বিনিয়োগ বিতরণ করা হবে, যেখানে উৎপাদন ও সেবা খাত অগ্রাধিকার পাবে। এ উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আবদুর রউফ তালুকদার-এর উপস্থিতিতে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী ও বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক জনাব মোঃ জাকির হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব আবু ফরাহ মোঃ নাছেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ