বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বাজারে থাকা নিম্নমানের আরও ১৩টি পণ্যের তালিকা দিল বিএসটিআই

প্রকাশঃ

বাজারে বিক্রির জন্য থাকা আরও ১৩টি নিম্নমানের পণ্যের তালিকা প্রস্তুত করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটউট (বিএসটিআই)।

জানা গেছে, গত জুন মাস থেকে চলতি আগস্ট মাস পর্যন্ত বাজারের ১৫৪টি নিত্যপণ্য পরীক্ষা করেছে বিএসটিআই। এর মধ্যে ১৩টি নিম্নমানের পণ্য পেয়েছে তারা। পরে নিন্মমানের পণ্যের একটি তালিকা হাইকোর্টকে দিয়েছে সংস্থাটি।

আজ মঙ্গলবার দুপুরে হাইকোর্টে এ সম্পর্কিত একটি তালিকা জমা দিয়েছে তারা। এসব পণ্য পুনরায় পরীক্ষা করা হবে। যদি কোনো সমস্যা পাওয়া যায় তাহলে তাদের লাইসেন্স বাতিল করা হবে।

বিএসটিআইয়ের এই প্রতিবেদন হাতে পেয়ে এক শুনানিতে পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন।

নিম্নমানের পণ্যগুলো হলো-

১) ফার্ম ফ্রেশের ঘি।

২) ফর্টিফাইড সয়াবিন ওয়েল (সেফ)।

৩) ফর্টিফাইড সয়াবিন তেল (কিচেন)।

৪) মদিনা লাচ্ছা সেমাই।

৫) আয়োডিন যুক্ত লবন (উট)।

৬) আয়োডিন যুক্ত লবন (নজরুল)।

৭) মডার্ন স্কিন ক্রিম।

৮) জিএম স্কিন ক্রিম।

৯) এরাবিয়ান স্পেশাল ঘি।

১০) রেভেন লাচ্ছা সেমাই।

১১) খাজানা লাচ্ছা সেমাই।

১২) খাজানা ঘি এবং

১৩) খাজানা চানাচুর।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ