বৃহস্পতিবার, ২রা জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বাণিজ্য মেলা শেষ হচ্ছে আগামীকাল

প্রকাশঃ

আগামীকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হবে। প্রতিবছরের মতো এবারো ৩১ জানুয়ারি মেলা শেষ হওয়ার কথা থাকলেও ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনদিন সময় বৃদ্ধি করে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মেলার আয়োজক ইপিবি জানায়, গত ১০ জানুয়ারি মেলা বন্ধ ছিল। সেইসঙ্গে সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে মেলা দুইদিন বন্ধ ছিল। এ কারণে ব্যবসায়ীদের ক্ষতির কথা জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে মেলার মেয়াদ বাড়ানোর প্রস্তাব পাঠায় ইপিবি। এর পরিপ্রেক্ষিতে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়।

ইপিবি সূত্র জানায়, আগামীকাল (মঙ্গলবার) রাত সাড়ে নয়টায় শেষ হবে মেলাটি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ