২২ জানুয়ারি’২৫ তারিখ বুধবার বিকেলে জনতা ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ে দেশে বিদ্যমান বিভিন্ন এক্স্রচেঞ্জ হাউজের প্রতিনিধিদের সাথে জনতা ব্যাংকের এমডি মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতটি এক্সচেঞ্জ হাউজের প্রতিনিধিবৃন্দ এবং ব্যাংকের ডিএমডি মোঃ গোলাম মরতুজা ও মোঃ নুরুল আলম, এফসিএমএ, এফসিএ (সিএফও)সহ সংশ্লিষ্ট জিএম, ডিজিএম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এক্স্রচেঞ্জ হাউজসমূহের প্রতিনিধিগণ বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিকল্পে কারিগরি উন্নয়ন, গ্রাহকসেবা বৃদ্ধি ও প্রতিযোগিতামূলক বিনিময় হার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। জনতা ব্যাংকের এমডি মোঃ মজিবর রহমান দেশের শিল্পোন্নয়ন, বিদ্যুৎ ও জ¦ালানী খাতের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগসহ শিল্প ও বাণিজ্য খাতে জনতা ব্যাংকের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। জনতা ব্যাংকের রেমিট্যান্স বৃদ্ধিতে সহযোগিতা করার জন্য তিনি এক্স্রচেঞ্জ হাউজের প্রতিনিধিগণকে অনুরোধ জানান। উল্লেখ্য জনতা ব্যাংক পিএলসি ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে বাংলাদেশে তৃতীয় স্থান অর্জন করেছে।