বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াতের বাসে পেতে যাচ্ছে ওয়াইফাই ইন্টারনেট সুবিধা। শিক্ষার্থীদের বাসে ওয়াইফাই সুবিধা দিতে সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতের অর্থ ব্যয় করতে বিধিমালা তৈরি করেছে সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১’-এর দেওয়া ক্ষমতা বলে এ বিধিমালা জারি করা হয়। এতে বিদ্যমান সুবিধাবঞ্চিত এলাকার টেলিযোগাযোগ বাড়ানোসহ আরও কয়েকটি খাতে এ অর্থ ব্যয়ের বিধান রেখে জারি করা হয়েছে ‘সামাজিক দায়বদ্ধতা তহবিল বিধিমালা ২০২১’। গত ২ নভেম্বর এ বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়। নতুন এ বিধিমালায় বিদ্যমান ২০১৪ সালের বিধিমালা রহিতকরণ, তার অধীনে কৃতকাজ এবং সিদ্ধান্ত এ বিধিমালায় ন্যস্ত হবে বলে উল্লেখ করা হয়েছে।
নতুন বিধিমালায় যেসব খাতে সামাজিক দায়বদ্ধতার অর্থ খরচ করা যাবে, সেগুলো হলো-ডাক ও টেলিযোগাযোগবিষয়ক প্রকল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রকল্প, টেলিকম সিস্টেম মনিটরিং, প্রতারণা প্রতিরোধে ও নির্ণয় সংক্রান্ত প্রকল্প, সুবিধাবঞ্চিত এলাকায় প্রাকৃতিক দুর্যোগে টেলিযোগাযোগ বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সংযোগ বা নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হলে, তা দ্রুত মেরামত বা পুনরুদ্ধার সংক্রান্ত প্রকল্প।
এ ছাড়া সুবিধাবঞ্চিত এলাকায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত বিভিন্ন ডিজিটাল প্রযুক্তিবিষয়ক প্রকল্প, সাইবার অপরাধ দমন ও প্রতিরোধের জন্য গৃহীত কার্যক্রম বাস্তবায়নবিষয়ক প্রকল্প এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যেসব বাসে যাতায়াত করেন, সেসব বাসে ওয়াইফাই ইন্টারনেট সুবিধা প্রদানবিষয়ক প্রকল্প।