মঙ্গলবার, ১৯শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বিশ্বে করোনা সংক্রমণের হার কমছে

প্রকাশঃ

তিন সপ্তাহ ধরে বিশ্বে করোনা সংক্রমণ কমছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে অনেক দেশে নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় এখনই তা নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই বলেও জানায় সংস্থাটি।

সোমবার জেনেভায় নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির পরিচালক বলেন, স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব। করোনা সংক্রমনের হার আগে একবার কমে আসলেও আবার তা বেড়েছিলো, তাই এখনই নিশ্চিন্ত না হতে সতর্ক করে দেন তিনি। টিকা দানের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার উপরও জোর দেন তিনি।

এ সময় ভ্যাকসিন প্রয়োগের কারণে টানা তিন সপ্তাহ ধরে বিশ্বব্যাপী করোনা সংক্রমণের হার কমে যাওয়াকে উৎসাহজনকও বলেন তিনি।

সংক্রমন ছড়িয়ে পড়া বন্ধ হওয়ায় ভাইরাসটির ধরণ পরিবর্তনও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আর এর ফলে ভ্যাকসিনের কার্যকারিতা আরো বাড়বে বলে জানান তিনি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ