শনিবার, ১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বিশ্বে দ্রুত বর্ধনশীল অর্থনীতির ৪৬ দেশের মধ্যে বাংলাদেশ দ্বিতীয়

প্রকাশঃ

বিশ্বে দ্রুত বর্ধনশীল অর্থনীতির ৪৬টি দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বৈশ্বিক অর্থনৈতিক বিষয়ক সংস্থা মাস্টর কার্ড ইকোনমিকস ইনস্টিটিউটের ‘ইকনোমিক আউটলুক: ব্যালেন্সিং প্রাইস অ্যান্ড প্রাইওরিটিস’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে এত তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, ৪৬টি দেশের মধ্যে বাংলাদেশের প্রত্যাশিত জিডিপি হার হবে ৬.৩% যা দ্বিতীয় দ্রুত বর্ধনশীল দেশ হবে। শীর্ষ দ্রুত বর্ধনশীল দেশ হিসেবে দেখানো হয়েছে ভারতকে যার জিডিপির হার হবে ৬.৪%। তৃতীয় বর্ধনশীল দেশ হিসেবে দেখানো হয়েছে ভিয়েতনামকে (৬.১%) এবং চতুর্থ হিসেবে দেখানো হয়েছে ইন্দোনেশিয়াকে (৫.২%)।

এ ছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, আগামী বছর বাংলাদেশের ভোক্তা মূল্যস্ফীতি দাঁড়াবে ৭.৩% যা ৪৮টি দেশের মধ্যে চতুর্থ সর্বোচ্চ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। সর্বোচ্চ মূল্যস্ফীতি হবে আর্জেন্টিনার (১৫৬.৯%), দ্বিতীয় সর্বোচ্চ তুরস্ক (৫৩.৩%), তৃতীয় সর্বোচ্চ মিশর (২৪.৯%) এবং পঞ্চম সর্বোচ্চ শ্রীলঙ্কার (৬.৯%)।

মাস্টর কার্ড ইকোনমিকস ইনস্টিটিউটের প্রতিবেদনে আগামী বছরের জন্য বিশ্বে ভারতের পর বাংলাদেশকে দ্বিতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে যা ইতিবাচক বলে বিবেচিত। প্রতিবেদন অনুযায়ী আগামী বছরে বাংলাদেশের মূল্যস্ফীতি দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ হবে, যা শ্রীলঙ্কার চেয়েও বেশি বলে উল্লেখ করা হয়েছে।

অবশ্য এর আগেই আইএমএফ জানিয়েছে ২০২৩-২৪ সালে বাংলাদেশের জিডিপি হবে ৬ শতাংশ। অন্যদিকে বিশ্ব ব্যাংকের তথ্যানুসারে, এই সময়ে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৫.৬ শতাংশ। চলতি অর্থবছরে সরকারের দেয়া তথ্যানুসারে দেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬.০৩ শতাংশ।

মাস্টার কার্ড ইনিস্টিটিউটের প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের তুলনায় আগামী বছর পণ্য আয়ের জন্য এশিয়া প্যাসেফিক অঞ্চলে আরও বেশি অর্থ খরচ করবে গ্রাহক। মূলত মহামারী পরবর্তী অর্থনৈতিক কার্যক্রম সকল স্তরে উন্নীত হতে এ সময় লাগছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় এবং জানানো হয় ২০২২-২৩ সালের অর্থনৈতিক প্রবণতা একেবারে পাল্টে দেবে এই অভিজ্ঞতা। আগামী বছর এই অঞ্চল অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশ্বের বুকে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ