বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বড় ঋণখেলাপিদের জন্য ব্যাংকে বিশেষ সেল

প্রকাশঃ

বড় ঋণখেলাপিরা বিশেষ নজরদারির আওতায় আসছে এবং ১০০ কোটি টাকা বা তারচেয়ে বেশি টাকা ঋণখেলাপির নিকট থেকে ঋণ আদায় জোড়ালো করতে ব্যাংকে আলাদা সেল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বড় ঋণখেলাপিদের ওপর বাড়তি চাপ প্রয়োগ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ-সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠাবে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, ১০০ কোটি টাকা বা তারচেয়ে বেশি অঙ্কের ঋণখেলাপি বিষয়ে বিস্তারিত তথ্য অথ্যাৎ, ঋণখেলাপির নাম, পরিচয়, ব্যবসার ধরন, কতদিন ধরে খেলাপি, খেলাপি হওয়ার কারণসহ বিভিন্ন তথ্য জানার জন্য খুবশিগগিরই ব্যাংকগুলোতে চিঠি পাঠাবে কেন্দ্রীয় ব্যাংক। আর এসব ঋণখেলাপিকে বিশেষ তদারকির আওতায় এনে ঋণ আদায়ে আলাদা সেল গঠন বিষয়ে একটি সার্কুলার জারি করবে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের টাস্কফোর্স সেলে ঋণ আদায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও নিয়মিত তদারকির ত্রৈমাসিক অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের এই সেল আদায় অগ্রগতি, ব্যাংকের সঙ্গে গ্রাহকের যোগাযোগ এবং প্রতিষ্ঠানের ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনা করবে এবং প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল মাঠ পর্যায়ে প্রকৃত অবস্থা যাচাই করবে।

বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, বড় ঋণখেলাপিদের প্রতি নজরদারি বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তবে এর বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে, তা দেখার বিষয়। সাধারণভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা দেওয়া হয়। অন্যদিকে ঋণখেলাপিদের পুনঃতফসিল, পুনর্গঠন বা সুদ মওকুফসহ নানা সুবিধা দেওয়া হয়। অনেক সময় ঋণখেলাপিরা উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে আসেন। এভাবে আইনি দীর্ঘসূত্রতা তৈরি করা হয়। এসব সমস্যা নিরসন করতে না পারলে শুধু তদারকি বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে লাভ হবে না।

ব্যাংক খাতের প্রধান সমস্যা হলো, প্রভাবশালী বড় ঋণখেলাপিরা। ব্যাংকের টাকা ফেরত না দিলেও তারা প্রভাব-প্রতিপত্তি নিয়ে চলেন। এখন একটা দাবি উঠেছে, ঋণখেলাপিদের নাগরিক সুযোগ-সুবিধা কমানো হোক। আইন সংস্কারের মাধ্যমে ঋণখেলাপিদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত এলে তখন তাদের নামের তালিকা প্রকাশ করা সহজ হবে। এ ছাড়া বড় খেলাপিদের আলাদাভাবে তদারকি করা হলে ব্যাংকের ওপর বাড়তি চাপ থাকবে। ব্যাংকগুলোও তখন কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার কথা বলে গ্রাহকের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্নিষ্টরা জানান, প্রতিটি ব্যাংকের শীর্ষ ২০ ঋণখেলাপির কার কাছে কী পরিমাণ পাওনা রয়েছে, তার তথ্য নেওয়া হয়। যদিও বিশেষ প্রয়োজন ছাড়া এসব তথ্য আলাদাভাবে পর্যালোচনা করা হয় না। তবে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর স্বাক্ষরিত এমওইউতে শীর্ষ খেলাপিদের কাছ থেকে ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হয়। প্রতি ত্রৈমাসিকে আদায় অগ্রগতি পর্যালোচনা করা হলেও প্রত্যেক গ্রাহককে আলাদা তদারকি করা হয় না। এখন সব ব্যাংকের শতকোটি টাকার বেশি ঋণখেলাপিদের আলাদাভাবে তদারকির আওতায় রাখা হবে।

Cisco 200-601 New Questions : Managing Industrial Networking for Manufacturing with Cisco Technologies

Written very 200-601 New Questions badly, this is also a matter of reason not to mention the fact that David is also deeply Ma Mei s influence, to this Cisco 200-601 New Questions day, he is still my favorite playwright, although I do not agree with his political views. He was wondering. At this time, Cisco 200-601 New Questions Su Han opened his eyes. At that time, I was like An old electric Managing Industrial Networking for Manufacturing with Cisco Technologies fan is making a 200-601 New Questions roaring roar in the chest. Xiao CCNA Industrial 200-601 Wei went to the window and looked down.

He Cisco 200-601 New Questions heard the footsteps http://www.examscert.com of the crystals and said, How many people are drinking No answer. Cisco 200-601 New Questions So, the Cisco 200-601 New Questions Shangjili Group can survive Changsheng stared at 200-601 New Questions Wangwang himself. The desire of Cisco 200-601 New Questions man has never ended. Managing Industrial Networking for Manufacturing with Cisco Technologies Get the CCNA Industrial 200-601 museum in the city and save it.

200-601 New Questions I met. Managing Industrial Networking for Manufacturing with Cisco Technologies I will do CCNA Industrial 200-601 my best Shangtian swore. You only remember one thing Cisco 200-601 New Questions and Cisco 200-601 New Questions Cisco 200-601 New Questions remind you that your dad is licking my pocket. After a Cisco 200-601 New Questions while, 200-601 New Questions Cheng Dafu was carried into the house on his prosperous back.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ