মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ভারতের রিলায়েন্স জিওর কাছে বিক্রি হচ্ছে বাংলালিংক

প্রকাশঃ

ভারতের রিলায়েন্স জিও কিনে নিচ্ছে দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। এখন কোম্পানি দুটির অভ্যন্তরীণ প্রক্রিয়া চলছে, আগামী আগস্ট-সেপ্টেম্বরের মধ্যেই মালিকার হস্তান্তর হতে পারে বলে বিটিআরসি সূত্রে জানা গেছে। গত মার্চের শেষে ভারতের মুম্বাইয়ে বাংলালিংকের মূল কোম্পানি ভিয়ন এবং রিলায়েন্স জিওর মধ্যে বৈঠক হয়।

ওই বৈঠকে ভিয়নের কাছ থেকে বাংলালিংকের মালিকানা অধিগ্রহণ করতে সম্মত হয় রিলায়েন্স  জিও। অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষ হলেই টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কাছে এ সংক্রান্ত আবেদন করা হবে।

বর্তমানে ভারতের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রিলায়েন্স জিও। বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক এ বিষয়ে বলেন, এখন পর্যন্ত বাংলালিংককের পক্ষ থেকে শেয়ার হস্তান্তরসংক্রান্ত কোনো আবেদন পাওয়া যায়নি। আবেদন করলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

বিটিআরসির তথ্য অনুযায়ী, বাংলালিংক গ্রাহক সংখ্যায় এ মুহূর্তে দেশের তৃতীয় বৃহৎ অপারেটর। এটির গ্রাহক ৩ কোটি ৪৩ লাখ ৭২ হাজার। ভারতের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (টিআরএআই) সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে রিলায়েন্স জিওর গ্রাহক ৩০ কোটি ৬০ লাখ, মার্কেট শেয়ার ২৫ দশমিক ১১ শতাংশ।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার তৈমুর রহমান বলেন, মালিকানা পরিবর্তন বিষয়ে তাদের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। মালিকার হস্তান্তরের কোনো প্রক্রিয়া চলছে কিনা, চললেও তা কোন পর্যায়ে রয়েছে, তারা কিছুই জানেন না। সেবা টেলিকম নামে ০১৯ কোড নিয়ে ১৯৯৯ সালে কোম্পানিটি দেশে মোবাইল ফোন সেবা দেওয়া শুরু করে।

২০০৪ সালে সেবা টেলিকমের কাছ থেকে মালিকানা কিনে নেয় মিসরের কোম্পানি ওরাসকম। তখন এর নতুন নাম হয় বাংলালিংক। ওরাসকম মালিকানা গ্রহণের এক বছরের মধ্যেই এর গ্রাহকসংখ্যা কোটি ছাড়িয়ে যায়। পরে ওরাসকমের শতভাগ মালিকানা কিনে নেয় গ্লোবাল টেলিকম হোল্ডিংস লিমিটেড (জিটিএইচ)। বাংলালিংকও জিটিএইচের অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠানে পরিণত হয়। এই জিটিএইচের মালিকানাধীন মাল্টাভিত্তিক টেলিকম ভেঞ্চারস লিমিটেডের একটি কোম্পানি হয় বাংলালিংক।

পরে জিটিএইচের বৃহত্তম শেয়ারের মালিকানা নিয়ে নেয় ইউরোপীয় বহুজাতিক কোম্পানি ভিম্পলকম। ২০১৭ সালে ভিম্পলকমের নাম পাল্টে হয় ভিয়ন। ভিয়ন গত বছর জিটিএইচের পুরো মালিকানা কিনে নেওয়ার পর বাংলালিংকের মালিকানা চলে যায় ভিয়নের কাছে।

Guidance Software GD0-100 Real Exam Online Shop

He had Guidance Software GD0-100 Real Exam led Guidance Software Certification GD0-100 a 15 man reconnaissance unit behind enemy lines and the absolute superior enemy The army encircled the troops Guidance Software GD0-100 Real Exam for one month and wiped out 40 enemy troops without any Guidance Software GD0-100 Real Exam casualties. Chen finally said Johnson s spondylitis.I still do not understand, do not know what it means. Well, do not cry And then, firmly attached to my lips.Sobbing, putting her tongue in.Still saying Well, do not cry. Then lead the way http://www.passexamcert.com the king of eight jeep plus a horsepower turn into a muddy Certification Exam For ENCE North America edge of the edge we are running around in front of a little hesitant do not know the road in the past or GD0-100 Real Exam stopped with the car. What really can not be seen is that the army.Our Corps of Engineers and the Chinese peacekeeping medical team are also within the headquarters camp area, and they are absolutely safe.

You are so excited You are so excited. Lzuowen. Com book. Network Chapter 490 I GD0-100 Real Exam am not allowed to drink this sentence, the Guidance Software GD0-100 Real Exam old Wei head thinks of another thing, and http://www.examscert.com it is a big drink Stand up Otherwise, you will be killed The people in the yard Guidance Software GD0-100 Real Exam quickly stood up. It has not recovered from Certification Exam For ENCE North America the 70s and 80s. Chen Baige still Guidance Software Certification GD0-100 stood in a daze, quietly crying.

Wait. But Guidance Software GD0-100 Real Exam in the theater at the time, I saw that the stage and the stage were all crazy, and the GD0-100 Real Exam director behind the scenes was in a hurry. A younger sister who combed two brooms a dozen years ago. You are Guidance Software Certification GD0-100 a war torn era or a peaceful era. The cooked meat, how much you can t grow up with your eyes although you are often pushed by your colleagues to the ground as horses. Just Certification Exam For ENCE North America as the mother Guidance Software GD0-100 Real Exam in law answered the compliment to the wheat, Guidance Software Certification GD0-100 Real Exam her attitude was also a slight smile Guidance Software GD0-100 Real Exam even the shame of a little girl At the time, it was a young man.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ