সোমবার, ১৮ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ভারতে করোনায় আরও ২ হাজার ৪২৭ মৃত্যু, শনাক্ত কমেছে

প্রকাশঃ

দীর্ঘ দুই মাস পর ভারতে করোনাভাইরাস সংক্রমণ এক লাখে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এক লাখ ৬৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এখন মোট করোনা শনাক্ত হলো ২ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৯৭৫ জনের।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৪২৭ জন। ২৩ এপ্রিলের পর প্রথমবারের মতো মৃত্যুর এই সংখ্যা আড়াই হাজারের নিচে নামল।

এখন পর্যন্ত ভারতে করোনায় মারা গেছেন তিন লাখ ৪৯ হাজার ১৮৬ জন।

অবশ্য সংক্রমণ কিছুটা কম হওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে, নমুনা পরীক্ষা কম হওয়াকে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ। যা দুই সপ্তাহ আগেও ২০ লাখের উপরে ছিল।

২৪ ঘণ্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে মনাক্তের হার ৬ দশমিক ৩৪ শতাংশ। আর এখন পর্যন্ত মোট শনাক্তের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৮৯ শতাংশ।

শুধু নমুনা পরীক্ষা বা শনাক্তের হারই কমেনি। এই সময়ে দেশটিতে টিকাকরণও কমেছে। ২৪ ঘণ্টায় টিকা দেয়া হয়েছে ১৩ লাখ ৯০ হাজার ৯১৬ জনকে। এখন পর্যন্ত টিকা দেয়া হয়েছে ২৩ কোটি ২৭ লাখ ৮৬ হাজার ৪৮২ জনকে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ