সোমবার, ১৩ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ভারতে করোনায় আরো ২,৭১৩ মৃত্যু

প্রকাশঃ

করোনায় বিপর্যস্ত ভারতে সংক্রমণ ও প্রাণহানি দিনদিন বাড়ছেই। দেশটিতে আরো ২ হাজার ৭১৩ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে; নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩৬৪ জনের শরীরে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার সকালে গত ২৪ ঘণ্টা অর্থ্যাৎ এক দিনের এই হিসেবে দিয়েছে আনন্দবাজার পত্রিকাসহ একাধিক সংবাদ মাধ্যম।

সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৫ লাখ ছাড়িয়েছে। আর মৃত্যু পৌঁছেছে ৩ লাখ ৪০ হাজার ৭০২ জনে।

গত দুই সপ্তাহের বেশি সময় ধরে প্রতিদিন যত জন দেশে আক্রান্ত হচ্ছেন, তার থেকে সুস্থ হচ্ছেন অনেক বেশি। এর জেরে ধারাবাহিকভাবে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। কমতে কমতে সক্রিয় রোগী সাড়ে ১৬ লাখের নিচে নেমেছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ১৬ লাখ ৩৫ হাজার ৯৯৩ জন।

রাজ্যগুলোর মধ্যে এখন তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। তবে গত ২৪ ঘণ্টায় তা ২৫ হাজারের নিচে নেমেছে। কর্নাটক এবং কেরলে তা ১৮ হাজারের ঘরে রয়েছে। মহারাষ্ট্রে নেমেছে ১৫ হাজারের ঘরে। অন্ধ্রে এখনও ১১ হাজারের বেশি আক্রান্ত হচ্ছেন প্রতিদিনি।

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় তা ৯ হাজারের নিচে নেমেছে আক্রান্ত। ওডিশাতেও তা ৯ হাজারে কম। আসামে তা রয়েছে ৪ হাজারের ঘরে। বাকি রাজ্যগুলোতে দৈনিক আক্রান্ত আড়াই হাজারের নিচে নেমেছে। দিল্লিতে তা কমে হয়েছে ৫০০-র কম।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ