বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ভারতে করোনায় একদিনে আরও ৪৯৬ জনের মৃত্যু

প্রকাশঃ

ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ২৩০ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ৮২ লাখ ২৯ হাজার ৩১৩ জন। এই সময়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯৬ জন। এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৬০৭ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন ৫৩ হাজার ২৮৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ৭৫ লাখ ৪৪ হাজার ৭৯৮ জন।

সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

ভারতে এ পর্যন্ত যত কোভিড রোগী মারা গেছে, তার মধ্যে ৪৪ হাজার জনের মৃত্যু মহারাষ্ট্রে রাজ্যে। তামিলনাড়ু ও কর্নাটকে মোট মৃত্যু ১১ হাজারের বেশি।

উত্তরপ্রদেশে, অন্ধ্রপ্রদেশ, দিল্লি এবং পশ্চিমবঙ্গে তা সাত হাজারের আশপাশে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ